দূর থেকে ভালোবাসা! এবারের বৈশাখ আসুক বাড়িতেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এসে গেল বাঙালির সবচেয়ে বড় আনন্দোৎসবের দিন পয়লা বৈশাখ৷ তবে এবার উৎসব হবে সামাজিক দূরত্ব মেনে, ‘ঘরোয়া’ পরিসরে৷

ওয়েব ডেস্ক: আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ। চৈত্রসংক্রান্তির মাধ্যমে আজ ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে কাল যুক্ত হবে নতুন বছর ১৪২৭।

এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো…”

Z

প্রতি বছরে বাংলা বছরের প্রথম দিন, বৈশাখের প্রথম প্রহরে সম্মিলিত স্বরে সুরে সুরে এই গানের সাথে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। সাজ সাজ রবের মধ্য দিয়ে বিদায় জানানো হয় পুরনো বছরকে, ফেলে আসা বছরের জঞ্জালকে।কিন্তু এ বছরে সবকিছুই এলোমেলো করে দিয়েছে ভয়াল ও মহামারী করোনাভাইরাস। তবে বাড়ির বাইরে বৈশাখের উৎসব না থাকলেও, বাড়িতে পরিবারের মানুষদের নিয়েই দিনটি আনন্দে কাটানোর পরিকল্পনায় কোন সমস্যা নেই। তাই সেভাবেই না হয় পরিকল্পনা করে ফেলুন এ বছরের বাংলা নববর্ষের জন্য।

আরও পড়ুন: আজ ইস্টার! জেনে নিন দিনটির নেপথ্যে থাকা আসল কাহিনি

প্রতি বছরের মত এ বছরে বৈশাখের জন্য নতুন পোশাক কেনা হয়নি তো কি হয়েছে। বিগত বছরের বৈশাখের কোন একটি শাড়ি, পাঞ্জাবি বের করে হাতের কাছে রাখুন পরার জন্য। সাদা-লাল কিংবা শুধু লাল রঙয়ের যেকোন পোশাকেই বৈশাখের আমেজটা দারুণ ফুটে ওঠে। পোশাকের সাথে মানানসই ও হালকা সাজও রাখুন সঙ্গে।ঘরদোর গুছিয়ে ফেলুন উৎসবের আমেজকে মাথায় রেখে। মাটির শোপিসগুলো ঝেড়েমুছে নিন, ফুলদানির কৃত্রিম ফুলগুলো ধুয়ে শুকাতে দিন, মানিপ্ল্যান্টের পাতাগুলো পরিষ্কার করুন, বিছানার চাদরটাও পাল্টে নিন এক ফাঁকে।

Shuvo Noboborsho

পান্তা ভাতের জন্য রাতের ভাতে বাড়তি চাল দিন মনে করে। এ সময়ে খাবারের আয়োজন খুব জমকালো করার প্রয়োজন নেই। হাতের কাছে যা আছে তা দিয়েই তৈরি করে নিন কয়েক পদের ভর্তা। সাথে শুকনো লঙ্কা পোড়া।সকালে চায়ের কাপ হাতে পরিবারের সকলে মিলে বসুন আড্ডা দিতে। হয়তো কারোর অফিসের কাজ পড়ে আছে, ঘরের কাজ আছে হাতে। আধ ঘন্টার জন্য সব ব্যস্ততাকে ছুটি দিয়ে নিজেদের মতো করে গল্প করুন একসাথে।

আরও পড়ুন: অনন্যা! ভিনরাজ্যে আটকে ছেলে, ১৪০০ কিমি স্কুটি চালিয়ে ঘরে ফেরালেন মা

সেই সাথে কারোর মোবাইলে ছেড়ে দিন বৈশাখের গান, বাংলা গান। দেখবেন বাড়ির ভেতরেই বৈশাখের আমেজ চলে এসেছে। কোথাও বেড়াতে যেতে পারছেন না, কিংবা কেউ আসছে না বলে মন খারাপের কিছু নেই। ইন্টারনেট এই কঠিন সময়েও সবাইকে কাছে রেখেছে।ভিডিও কলে কথা বলুন সে বন্ধুর সাথে, যার সাথে প্রতি বছরের বৈশাখের পরিকল্পনা করা হয়। যে আত্মীয়ের বাসায় প্রতি বৈশাখের বিকেলে সপরিবারে ঘুরতে যাওয়া হয় তাকেও মনে করে কল দিন, কথা বলুন। এ সময়ে সকলে সুস্থ আছে, সাবধানে আছে- এটাই তো সবচেয়ে বড় পাওয়া।

1586687508611

এ বছরের বৈশাখটা খুব ব্যতিক্রম, কিছুটা বেদনারও বটে। কিন্তু প্রতি বছরের মত বৈশাখ মাসটি আসবে পুরো একটি নতুন বছরকে সঙ্গী করে। অন্যান্য বছরের মত বড় পরিসরে আয়োজন করা না হলেও, ঘরোয়াভাবে নিজ বাড়িতে কাছের মানুষদের নিয়ে একদিনের আনন্দ যাপন সাম্প্রতিক সময়ের দুশ্চিন্তা, মানসিক চাপকে অনেকটাই ফিকে করে দিবে। এবারের বৈশাখে প্রাণে আশা বেধে গলায় সুর মেলানো হোক রবি ঠাকুরের কথায়- ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা’।

আরও পড়ুন: আজ শবে বরাত!পালনের আগে জেনে নিন দিনটির ইতিহাস ও গুরুত্ব

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest