ওয়েব ডেস্ক: সারা দুনিয়া জুড়ে চলা লকডাউনের প্রভাবে সর্বত্র চিত্রটা প্রায় একই। নিজেদের ব্যস্ত রাখতে সেলেবরা বিভিন্ন উপায় বের করছেন। কখনও যোগ দিচ্ছেন অনলাইন কনসার্টে, কখনও তৈরি করছেন ফিটনেস ভিডিয়ো, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বেটার হাফের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার নানা মুহূর্তের ছবি।
আরও পড়ুন: করোনার কোপে মুক্তি স্থগিত! রণবীরের ‘৮৩’ কি দেখা যাবে অনলাইনে?
প্রিয়াঙ্কা চোপড়া শেয়ার করেছেন তেমনই একটি মন ভালো করা ছবি। স্বামী নিক জোনাসের সঙ্গে আপাতত আমেরিকাতেই ঘরবন্দি দেশি গার্ল। দেশের থেকে এত দূরে থেকেও মন কিন্তু পড়ে রয়েছে এখানেই। আর তাই তো মনকে ভালো করতে পরে ফেললেন সুন্দর একটি শাড়ি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘হঠাত্ করে খুব শাড়ি পরতে ইচ্ছে করল… তাই পরে ফেললাম… বাড়িতেই! সবাইকে খুব মিস করছি।’ এদিন প্রিয়াঙ্কাকে ফ্লোরাল প্রিন্টের নীল শিফন শাড়িতে দেখা যায়। নিক বেছে নিয়েছিলেন সাদা বেসিক টিশার্ট। দেখে নিন ছবি…
View this post on InstagramFelt like wearing a saree. So I did…At home. Miss everyone. ❤️ @nickjonas
A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
দিন কয়েক আগে অন্য কারণে সংবাদ শিরোনাম দখল করেছিলেন অভিনেত্রী। ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া৷ গোটা বিশ্বেই তাঁদের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে রাতারাতি ৷ আর তারপর থেকেই নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ ছবি শেয়ার করতে থাকেন প্রিয়াঙ্কা ও নিক৷ সেই ভিডিওই এখন ফের ভাইরাল৷
View this post on InstagramOUT NOW! #WhatAManGottaDoVideo @nickjonas @jonasbrothers
A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
আরও পড়ুন: সুস্থ হতেই ‘বেবি ডল’কণিকার বাড়িতে নোটিস পাঠাল পুলিশ