রাহুলের জন্মদিন পালন না করে ৫০ লাখ খাবার প্যাকেট ও PPE কিট-মাস্ক বিতরণ করবে কংগ্রেস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: শুক্রবার হাফ সেঞ্চুরি পূরণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জন্মদিন পালনে রাজি নন তিনি। সেজন্য রাহুলের জন্মদিনে গরিবদের ৫০ লাখ খাবার প্যাকেট এবং করোনাভাইরাস যোদ্ধাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিট এবং মাস্ক দিতে চলেছে কংগ্রেস।

আরও পড়ুন : নমোর আত্মনির্ভরতা ডাকে মিলেছে সায়, এবার ভারতেই তৈরি হবে রকমারি সেক্স টয়

দলের একটি সার্কুলার অনুযায়ী, করোনা পরিস্থিতি এবং গালওয়ান উপত্যকায় ২০ জন জওয়ানের মৃত্যুর মধ্যে জন্মদিন পালন করতে চান না বলে জানিয়ে দিয়েছেন রাহুল। সব রাজ্যের সংগঠন এবং রাজ্য নেতৃত্বকে কংগ্রেসের সাধারণ সচিব কেসি ভেনুগোপাল বলেছেন, ‘আপনারা জানেন, চিন সীমান্তে সংঘর্ষে আমাদের সাহসী জওয়ানদের দুঃখজনক মৃত্যুতে সারা দেশ শোকাহত। এই পরিস্থিতিতে গরিবদের খাবার প্যাকেট দেওয়া, কমিউনিটি কিচেন খোলা-সহ যে কর্মসূচির পরামর্শ দেওয়া হয়েছে, তা সর্বোত্তম নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং আমাদের বীর জওয়ানদের সম্মান করতে হবে।’

একইসঙ্গে তৃণমূল থেকে দলের সর্বোচ্চ স্তর পর্যন্ত সব নেতানেত্রীদের জন্মদিন পালন বা কেক কাটা বা স্লোগান দেওয়া বা ব্যানার টাঙানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শহিদ জওয়ানদের সম্মানে দেশের সর্বত্র কংগ্রেস নেতা-কর্মীদের দু’মিনিট নীরবতা পালনের কথা বলা হয়েছে।

গত মাসে পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির শুরু থেকেই মোদীর কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর চেয়েছে কংগ্রেস। কখনও সেই উত্তর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনও আবার লাদাখের সাংসদ জেমিয়াং শেরিং নামগেল রাহুলকে ইতিহাসের পাঠ পড়িয়েছেন। তবে মোদী নিজে কোনও মন্তব্য করেননি। এমনকী গালওয়ানে ভারত এবং চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর সরকারের তিন শীর্ষ মন্ত্রী কোনও মন্তব্য করেননি। তা নিয়ে বুধবার মোদীকে তীব্র কটাক্ষ করেন রাহুল (রাহুলের কটাক্ষের ঘণ্টাখানেক পর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং)।

আরও পড়ুন : PM Cares-এর অনুদান NDRF-এ স্থানান্তর, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest