Railway Recruitment 2020: ১৯৭ প্যারা-মেডিক্যাল স্টাফ নিয়োগ, এখনই আবেদন করুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বিভিন্ন পদে প্যারা-মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ রেল। নিয়োগ চুক্তি ভিত্তিক। আবেদন করতে হবে অনলাইনে। চাকরির জন্য বিবেচিত প্রার্থীদের চেন্নাইয়ের পেরাম্বুরে দক্ষিণ রেলের সদর হাসপাতালে পোস্টিং দেওয়া হবে।

আরও পড়ুন:  স্নাতকোত্তরে এবার ‘খুশি থাকা’র কোর্স! জেনে নিন কোথায় পড়ানো হবে এই বিষয়

যারা ইচ্ছুক তারা দক্ষিণ রেলওয়েজের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ২২ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রশন শুরু হয়েছে ১৫ এপ্রিল।

১৯৭টি প্যারা মেডিক্যাল কর্মীকে অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত করছে ভারতীয় রেল। এর মধ্যে ১১০ হচ্ছেন নার্সিং সুপারিটেনডেন্ট, ৬৮ জন হসপিটাল অ্যাটেনডেন্ট। এছাড়াও হেমোডায়ালিসিস টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ডায়েটিসিয়ান ইত্যাদি নেওয়া হচ্ছে। মাসপিছু সর্বোচ্চ ৪৪,৯০০ পেতে পারেন।

এই চাকরি যোগ দেওয়ার আগে স্বাস্থ্যপরীক্ষা হবে এটি যাচাই করার জন্য যে আপনি শারীরিক ভাবে সুুস্থ কিনা। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন দক্ষিণ রেলওয়েজের ওয়েবসাইটে।

আরও পড়ুন:   স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক

এক নজরে নিয়োগ সংক্রান্ত প্রাথমিক জরুরি তথ্য:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫ এপ্রিল, ২০২০।
  • মোট শূন্য আসন: ১৯৭।
  • বিজ্ঞপ্তি নম্বর: P(S)268/VIII/Contract/PMC/COVID-19
  • প্রার্থী বাছাইয়ের পদ্ধতি: টেলি কনফারেন্সে ইন্টারভিউর মাধ্যমে, তবে মেডিক্যাল পরীক্ষা হবে।
  • আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল, ২০২০।
  • আবেদন ফি: কোনও আবেদন ফি লাগবে না।
  • পরীক্ষার তারিখ: আবেদনকারীদের মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।
Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest