ওয়েব ডেস্ক: দেশে ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল। আর ১৫ এপ্রিল থেকেই রেল ও বিমানে দূরপাল্লার ট্রেনে যাত্রা করা যাবে। লকডাউনের মেয়াদ বাড়বে না বলে কেন্দ্রের পক্ষে জানানোর পরেই টিকিট বুকিং শুরু হয়ে গেছে।
দেশে প্রধানমন্ত্রী যে লকডাউন ঘোষণা করেছেন তা ১৪ এপ্রিল শেষ হচ্ছে। মাঝে এমন জল্পনা তৈরি হয় যে, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। এর পরেই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই। যা শোনা যাচ্ছে তা নিছকই গুজব। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘বিজনেস লাইন’-কে পশ্চিম রেলের আমদাবাদ ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন, কেন্দ্রের থেকে লকডাউনের মেয়াদ না বাড়ার বার্তা পেয়েই ১৫ এপ্রিল এবং তার পরে যাত্রা করার জন্য টিকিট বুকিং শুরু করে দিয়েছে রেল
আরও পড়ুন: কারা জম্মু-কাশ্মীরের ভূমিপুত্র? করোনার কালবেলায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কেন্দ্র
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ২২ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা করেছিল রেল। এরপর সন্ধ্যায় দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। এরইমধ্যে বিভিন্ন উড়ান সংস্থাগুলি জানায়, আগামী ১৫ এপ্রিল থেকে পরিষেবা দেবে তারা। তারপর থেকে জল্পনা চলছিল, কবে থেকে দূরপাল্লার ট্রেনের বুকিং শুরু হবে।
অবশেষে চালু হয়েছে দূরপাল্লার ট্রেনের বুকিং। তবে রেলের কাউন্টারে গিয়ে টিকিট কাটা যাবে না, অনলাইনে টিকিট কাটতে হবে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং করা যাচ্ছে।
আরও পড়ুন: একাধিক অঙ্গ বিকল, মারা গেলেন নয়াবাদের করোনা-আক্রান্ত প্রৌঢ়
আর বুকিং শুরু হতেই তুঙ্গে চাহিদা। হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেনে ইতিমধ্যে সংরক্ষিত আসন ভরতি হয়ে গিয়েছে। টিকিট কাটলে ওয়েটিং লিস্ট বা আরএসি হবে। কিছু ট্রেনে টিকিট পড়ে থাকলেও তা গুটিকয়েক মাত্র। যেমন, হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেসে ১৫ এপ্রিল স্লিপারে কোনও টিকিট পড়ে নেই। আগামী ২০ এপ্রিল পর্যন্ত পূর্বা এক্সপ্রেসে স্লিপারের সব আসন রিজার্ভড। এসি ফার্স্ট ক্লাসেও ১৫, ১৬ ও ১৭ এপ্রিল কোনও টিকিট পড়ে নেই। এসি টু টিয়ার ও থ্রি টিয়ারের ছবিটাও এক। একইভাবে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে এখন টিকিট কাটলে ওয়েটিং লিস্ট পাবেন। এসি টু টিয়ার ও থ্রি টিয়ারে অবশ্য আসন আছে। শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসেও একই ছবি ধরা পড়েছে।
জানা গিয়েছে, বিভিন্ন বিমান সংস্থাও ১৫ এপ্রিল থেকে ডোমেস্টিক টিকিট বিক্রি শুরু করেছে। কোনও সংস্থার পক্ষে কোনও ঘোষণা না করা হলেও স্পাইসজেট, গোএয়ার এবং ইন্ডিগো-র ওয়েবসাইটে ডোমেস্টিক উড়ানের টিকিট বুকিং করা যাবে বলে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: নীরব ও নিস্তব্ধ…দেখে নিন লকডাউন কলকাতার অচেনা অ্যালবাম