যাত্রীবাহী ট্রেন চালানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানাল রেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: লকডাউনের পরে ফের স্বাভাবিক রেল পরিষেবা চালু হতে চলেছে, সংবাদমাধ্যমে প্রকাশিত এই সম্ভাবনার কথা সরাসরি অস্বীকার করে টুইটারে পোস্ট করল রেল মন্ত্রক। ।

শনিবার সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের জেরে চলতি লকডাউনের অবসান হলে আগামী ১৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন পরিষেবা ফের চালু করতে চলেছে রেল। সেই কারণে, রেলের সমস্ত কর্মী, গার্ড, টিটিই ও অন্যান্য আধিকারিকদের কাজে যোগ দেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে বলেও জানা যায়।

আরও পড়ুন: ‘করোনা রুখবে হোমিওপ্যাথি’, দাবি করে ফের ট্রোলের শিকার অমিতাভ

তবে সেই সঙ্গে এ-ও জানা যায়, সরকারি অনুমোদন পাওয়ার পরেই স্বাভাবিক রেল ফের চালু হবে। পাশাপাশি, কোন কোন ট্রেন প্রথম দফায় চালু হবে এবং তাদের সময়-সারণী ও রেকের লভ্যতা সম্পর্কে বিষদে জানিয়ে রেলের সমস্ত বিভাগকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা যায়।

যদিও রেলের শীর্ষ আধিকারিকরা জানান, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং তা ফের চালু করা সম্পর্কে এখনও কোনও কেন্দ্রীয় নোটিশ জারি করা হয়নি।

আরও পড়ুন: ভারতে করোনার বলি বেড়ে ৭৫, তিন হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest