ওয়েব ডেস্ক: করোনার খবরের বাজারে কীভাবে নেটিজেনদের চোখ টেনে রাখতে হয় তা ভালোই জানেন বলিউডের মির্চি গার্ল ও বিতর্ক ক্যুইন রাখি সাওয়ান্ত ৷ করোনা নিয়ে যখন গোটা বিশ্বে তোলপাড় ঠিক তখনই এক ছবিতেই সোশ্যাল নেটওয়ার্কে তুফান ওঠালেন রাখি সাওয়ান্ত ৷বলিউডে তিনি পরিচিত ‘ড্রামা কুইন’ নামে। যাই করেন সবই একটু ‘হটকে’। এই মুহূর্তে অন্যান্য তারকাদের মতো গৃহবন্দি রয়েছেন রাখিও। আর ঘরে বসেই একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেই যাচ্ছেন তিনি।
সম্প্রতি গোলাপি বিকিনি পরে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের সামনে উন্মুক্ত পিঠে বিকিনি পরে বসে রয়েছেন তিনি। বিকিনির ফাঁক দিয়ে উঁকি মারছে দু দুটি ট্যাটু। বিকিনি তো আগেও পরেছেন রাখি সাওয়ান্ত ৷ তবে এবারটি কায়দাটা একেবারেই আলাদা ৷ এবারের টুপিসে স্পষ্ট হয়ে উঠল রাখির কোমরের গভীর ট্যাটু ! যা কিনা গোটা কোমরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ৷ রাখির এই ট্যাটুর ছবি দেখেই পাগল হয়েছেন নেটিজেনরা ৷ লোকে বলছে, করোনার বাজারে রাখিই এখন হটকেক ৷
আরও পড়ুন: ‘থর’ খ্যাত ক্রিস হেমসওয়ার্থের মুখে বাংলা ডায়লগ, ‘এক্সট্র্যাকশন’-এ মন হারাচ্ছে বাঙালি
কিন্তু একটি ট্যাটু দেখে নেটিজেনরা বলছেন লেখা রয়েছে হিতেশ। কিন্তু রাখির দাবি অনুযায়ী তাঁর স্বামীর নাম তো রিতেশ। তাহলে তিনি এই নামের ট্যাটু কেন করিয়েছেন? উত্তরে রাখি জানিয়েছেন, রিতেশই লেখা রয়েছে। আসলে ‘আর’ এর বেশ কিছুটা ঢাকা পড়ে গিয়েছে তাঁর বিকিনির তলায়। তাই দূর থেকে র টা হ এর মতো দেখাচ্ছে। কিন্তু নেটিজেনরাও ছাড়ার পাত্র নন। অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি স্বামীর নাম নিয়েও মিথ্যে বলেছেন রাখি?
বেশ কিছুদিন আগেই হঠাৎ রাখি ঘোষণা করেন এক এনআরআই পাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। এও বলেন যে তাঁর স্বামী নাকি ক্যামেরার আড়ালেই থাকতে পছন্দ করেন তাই তাঁর সঙ্গে নেটিজেনদের পরিচয় করানো সম্ভব নয়। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবনের ‘প্রমাণ’ দেওয়ার জন্য নানা ছবি শেয়ার করেন রাখি সাওয়ান্ত। মধুচন্দ্রিমার ছবি থেকে শুরু করে করওয়া চৌথে স্বামীর জন্য গাজরের হালুয়া বানানোর ভিডিয়োও শেয়ার করেন তিনি। সম্প্রতি বিয়ের কিছু ছবি প্রকাশ্যে আনলেও স্বামীর মুখ এখনও দেখাননি রাখি।
আরও পড়ুন: সামনেই চতুর্থ বিবাহবার্ষিকী, করণের জন্য নিজের হাতে লাড্ডু বানালেন বিপাশা, ভাইরাল ভিডিও