মুম্বই:সবসময়ই কিছু না কিছু করে বিতর্কের কেন্দ্রে থাকেন বলিটাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত! কখনও নিজের বিয়ে নিয়ে, কখনও বা প্রেগন্যান্সি… নিত্যনতুন নয়া ‘চমক’ দিয়েই চলেন রাখি। সম্প্রতি রাখির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যৈচ্ছে অঙ্গদানের পুরো প্রক্রিয়াটি দেখে তিনি ভীষণ খুশি। নিজের শরীরের বিশেষ অঙ্গ দান করতে চান তিনি। তা হল তাঁর স্তন।
আরও পড়ুন: হাতে হাত, মুখে স্মিত হাসি, প্রেমে হাবুডুবু খাচ্ছে এই লাভ বার্ডস
সুডৌল বক্ষযুগলের জন্যই অত্যধিক জনপ্রিয় রাখি। এবং তিনি তাঁর বক্ষ খব সুন্দর করে পরিবেশনও করেন। রাখির কথায়, ‘আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ ‘স্তন’। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’
View this post on Instagram#aishwaryaraibachchan #aishwaryarai
A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on
আরও পড়ুন: রণবীরকে ছাড়াই একসঙ্গে দুটো কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন আলিয়ার
কিছুদিন আগেও রাখির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার বুকের সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছি। বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনো না কোনো অঙ্গ সার্জারি করিয়ে থাকেন। আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।’
(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)