রেকর্ড গড়ল ‘রামায়ণ’: ২ দিনে ১৭ কোটি মানুষ দেখল তিন দশক পুরোনো সিরিয়াল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: লকডাউনের সময় পুরোনো স্মৃতি উস্কে দিতেই রামায়ণ সহ নব্বইয়ের দশকের একাধিক হিট শোয়ের পুনঃসম্প্রচার শুরু করেছে দূরদর্শন। রামানন্দ সাগরের রামায়ণ ইতিহাস রচনা করল শুরুতেই।

আরও পড়ুন: রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত ১১৬৯, বিশ্বে ১০ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা

তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার জানানো হয়, ২০১৫ সাল থেকে হিন্দি এন্টারটেনমেন্ট চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠানগুলির মধ্যে রামায়ণের প্রথম চারটি এপিসোডের দর্শক সংখ্যা সর্বাধিক। বার্কের রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য। ব্রডকাস্টিং অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC)-এর রিপোর্ট বলছে গত সপ্তাহ শেষে রামায়ণের যে চারটি এপিসোড সম্প্রচারিত হয়েছিল সেগুলো দেখেছেন প্রায় ১৭০ মিলিয়ন (১৭ কোটি) মানুষ।

বার্কের চিফ এক্সিকিউটিভ সুনীল লুলা জানিয়েছেন, রামায়ণের এই সাফল্যে হতবাক তাঁরাও। এবং এটাকে প্রসার ভারতীর একটা ‘দুর্দান্ত পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি।শনিবার সকালে সম্প্রচারিত রামায়ণের প্রথম এপিসোডটি দেখেন প্রায় তিন কোটি ৪০ লক্ষ মানুষ। সেদিন সন্ধ্যায় সম্প্রচারিত এপিসোডের ভিউ সংখ্যা আরও বেশি-সাড়ে চার কোটি। রবিরার সম্প্রচারিত এপিসোডগুলি দেখেন যথাক্রমে-৪ কোটি এবং ৫ কোটি ১০ লক্ষ মানুষ।

আরও পড়ুন: ‘দেশের মনোবল বাড়ান আপনারাও’, সৌরভ-বিরাট-সিন্ধুদের সঙ্গে করোনা বৈঠক প্রধানমন্ত্রীর

২১ দিন দীর্ঘ লকডাউনের সময় মানুষকে সুস্থ বিনোদন পৌঁছে দিতেই আশি ও নব্বইয়ের দশকের কাল্ট শো গুলি সম্প্রচারের সিদ্ধান্ত নেয় প্রসার ভারতী। সেই অনুযায়ী-রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সীর মতো শোগুলি সম্প্রচার শুরু করে দূরদর্শন। জনতার অনুরোধে ডিডি-১ এর পর্দায় ফিরেছে শক্তিমান, শ্রীমান শ্রীমতি, চাণক্য, দেখ ভাই দেখের মতো ক্ল্যাসিক শোগুলিও। আলিফ লায়লা, উপনিষদ গঙ্গার মতো শো গুলি সম্প্রচারিত হচ্ছে ডিডি ভারতীতে।

প্রসঙ্গত প্রত্যেকদিন সকাল ৯টা এবং রাত ৯টায় রামায়ণের দুটি পৃথক এপিসোড সম্প্রচারিত হচ্ছে দূরদর্শনের পর্দায়।

আরও পড়ুন: “বাস্তবটা বুঝুন”, মোদীর মোমবাতি-বার্তাকে কটাক্ষ বিরোধীদের

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest