এই দুই প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে বিয়ার খেতে ইচ্ছা করছে! মনের কথা প্রকাশ করে বিতর্কে শাস্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: মদের দোকান খুলতেই বিয়ার পানের ইচ্ছা্প্রকাশ করে বিতর্কে রবি শাস্ত্রী। আপতত আলিবাগে বন্দি রবি শাস্ত্রী। সেখানেই তিনি লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও রজার বিনিকে কোয়ারেন্টাইন রুমমেট হিসাবে চেয়েছেন। দুই সঙ্গীকে নিয়ে একসঙ্গে বিয়ার পান করা যেতে পারে বলে শাস্ত্রী মন্তব্য করেন শাস্ত্রী। ফেসবুকে ক্রিকেট নিয়ে এক আড্ডায় শেষে শাস্ত্রী বিয়ার পানের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

করোনা লকডাউনে দেশবাসীর নাভিশ্বাস ওঠার অবস্থা। একদিকে প্রাণঘাতী মারণ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিমুহূর্তের লড়াই। এর মাঝেই এবার করোনা লকডাউনে চলাকালীন মদের দোকান খোলায় ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রমজান স্পেশাল রেসিপি শেয়ার করলেন হিনা, ভাইরাল হল ভিডিও

হেড কোচ শাস্ত্রীর জীবনযাপন সবসময়ই একটু খামখেয়ালি। বিতর্ককে পাত্তা দেননা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজল্যান্ড সফরে গেলে বিয়ারের গ্লাস বা বোতল হাতে ছবি পোস্ট করায় শাস্ত্রী থোরাই কেয়ার।

খামখেয়ালি জীবনযাপনের জন্যে রবি শাস্ত্রীর দুর্নাম রয়েছে। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হয়ে এখন ভারতীয় ক্রিকেট দলের কোচ। হেড কোচ শাস্ত্রীর জীবনযাপন সবসময়ই একটু খামখেয়ালি। বিতর্ককে পাত্তা দেননা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজল্যান্ড সফরে গেলে বিয়ারের গ্লাস বা বোতল হাতে ছবি পোস্ট করায় শাস্ত্রী থোরাই কেয়ার।

৪ মে থেকে লকডাউন কিছুটা শিথিল করে দেশে মদের দোকান খোলায় অনুমতি দেওয়া হয়েছে। এরপর দেশজুড়ে করোনা সর্তকতা না মেনেই নাগরিকদের মদ কেনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! সামাজিক দূরত্ব না মেনেই মদ নিয়ে ঘরে কয়েক হাজার সুরাপ্রেমি বাড়ি ফিরেছেন।ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যেকারণে ভারতে ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন দীর্ঘায়িত করা হয়েছে।

আরও পড়ুন: পাক ক্রিকেটারকে বিয়ে করছেন বাহুবলীর অভিনেত্রী! সরগরম নেটপাড়া

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest