মিষ্টি খেতে ভালোবাসেন? এবার বাড়িতেই তৈরি করে ফেলুন কমলাভোগ, জেনে নিন সহজ রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার করোনার ফলে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম, তাই বাইরে গিয়ে খাওয়া থেকে মুখ ফেরাচ্ছেন অনেকেই। সংক্রমণের ভয়ে এড়িয়ে যাচ্ছেন বাইরের খাবার খাওয়া। তবে চিন্তা করবেন না! বাইরে না গেলেন তো কি হয়েছে? মিষ্টি খেতে মন চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন। আজ আমরা আপনার জানাব কমলাভোগ বানানোর রেসিপি।

উপকরণ

মিষ্টি তৈরির জন্য

এক লিটার ফুল ফ্যাট দুধ

১০০ গ্রাম টক দই

২টো মাঝারি সাইজের কমলালেবুর রস

১ টেবিল চামচ ময়দা

পরিমাণমতো খাবার সোডা

১/২ চা চামচ কেশর ফুড কালার

সাদা তেল

আরও পড়ুন: ডিম্ দিয়ে তৈরি করা যায় ডেজার্টও, জেনে নিন স্পেশাল রাবড়ির রেসিপি

চিনির শিরা তৈরির জন্য

আড়াই কাপ চিনি

পরিমাণমতো জল

৩টে এলাচ থেঁতো করা

১/২ চা চামচ কমলা লেবুর রস

তৈরির পদ্ধতি

১) প্রথমেই দই-এর সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এমনভাবে মিশ্রিত করবেন যাতে টক দই জমে না থাকে।

২) কড়াই গরম করে তাতে দুধ ঢেলে দিন। এবার এই দুধ ভালো করে ফোটাতে থাকুন। দুধ ফুটে উঠলে তাতে মিশ্রিত করে রাখা দই ঢেলে দিন। এবার অল্প আঁচে দুধ ফোটাতে থাকুন ও হাতা দিয়ে নাড়তে থাকুন, যাতে নীচে পুড়ে না যায়। কিছুক্ষণ পর দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়েছে।

৩) এবার এই ছানাকে পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে বেঁধে রেখে দিন ঘণ্টা খানেক, যাতে ছানা থেকে জল ঝরে শুকিয়ে যায়। ৪) জল ঝরে গেলে ছানাকে পরিষ্কার ও মসৃণ মেঝেতে রেখে তাতে ময়দা, খাবার সোডা, কেশর ফুড কালার, সাদা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিন। যাতে ছানাটি একেবারে মসৃণ হয়ে যায়। ৫) এবার এই ছানাকে হাতে গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নিন।

৬) এবার কড়াইতে চিনি ও পরিমাণমতো জল ঢেলে তাতে এলাচ থেঁতো ও কমলা লেবুর রস দিয়ে ফোটাতে থাকুন। রস যখন টগবগ করে ফুটবে, তখন পাকানো কমলাভোগ চিনির রসের মধ্যে দিয়ে চাপা দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে থাকুন।

৭) এইভাবে হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত কমলাভোগগুলি ফুলে উঠছে। ফুলে উঠলেই তৈরি কমলাভোগ।

আরও পড়ুন: মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে? ধর্মতলার স্পেশাল ঘুগনি বানিয়ে নিন ঘরেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest