১২ই মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 9 এবং Redmi Note 9 Pro, দাম থাকবে মধ্যবিত্তের নাগালেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্কঃ-এই মুহূর্তে ভারতের বাজারে সমস্ত স্মার্টফোনকে পেছনে ফেলে একের পর এক দুর্দান্ত ফিচার এর ফোন লঞ্চ করে চলছে শাওমি কোম্পানির রেডমি সিরিজের ফোনগুলি। মূলত কমদামে বেশী স্টোরেজ ভেরিয়েন্ট এবং অসাধারণ ক্যামেরা ফিচারএর জন্যই রেডমি সিরিজের সমস্ত ফোনগুলি পছন্দ করে থাকেন মোবাইলপ্রেমীরা। এবারে রেডমি সিরিজের Redmi Note 9 এবং Redmi Note 9 Pro লঞ্চের তারিখ জানালো শাওমি।

চলতি মাসের ১২ই মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি নোট নাইন(Redmi Note 9) এবং Redmi Note 9 Pro। রেডমি সিরিজের প্রত্যেক ফোনেই নতুন কিছু না কিছু চমক থাকেই। রেডমি নোট নাইন(Redmi Note 9) এবং Redmi Note 9 Pro এও তেমনই রয়েছে কিছু উল্লেখযোগ্য ফিচার।

ভারতে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফোন লঞ্চের অনুষ্ঠান অনলাইনে হবে বলে মঙ্গলবার জানানো হয়েছে শাওমির পক্ষ থেকে।

 

74446696

Redmi Note 9-

  • ক্যামেরাঃ 48+8+2+2 মেগাপিক্সেল যুক্ত রিয়ার ক্যামেরা।
  • সেলফি ক্যামেরাঃ 13 মেগাপিক্সেল।
  • স্টোরেজঃ4 জিবি+ 64 জিবি।
  • ব্যাটারিঃ 4100 মেগাহার্জ।
  • ডিসপ্লেঃ 6.4 ইঞ্চি(16.26 সেমি), 1080×2340 রিসলিউশন।
  • অ্যান্ড্রয়েড ভার্সনঃ 9.0 পাই।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন 675।

এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, কম্পাস সেন্সর ইত্যাদি। ছবির রিসলিউশন 8000×6000 পিক্সেল। এলইডি ফ্ল্যাশ, বেজেল লেস ডিসপ্লেও থাকছে। সব মিলিয়ে রেডমি নোট নাইন(Redmi Note 9) ফোনটির দাম পড়বে 11, 999 টাকা।

74446674

Redmi Note 9 Pro-

  • ক্যামেরাঃ 64 মেগাপিক্সেল যুক্ত রিয়ার ক্যামেরা।
  • সেলফি ক্যামেরাঃ 20 মেগাপিক্সেল।
  • স্টোরেজঃ6জিবি+ 64জিবি।
  • ব্যাটারিঃ 4500 মেগাহার্জ।
  • ডিসপ্লেঃ 6.53 ইঞ্চি, 1080×2340 রিসলিউশন।
  • অ্যান্ড্রয়েড ভার্সনঃ10.0।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন 675।

এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, কম্পাস সেন্সর ইত্যাদি। এলইডি ফ্ল্যাশ, বেজেল লেস ডিসপ্লেও থাকছে। সব মিলিয়ে Redmi Note 9 Pro ফোনটির দাম পড়বে 15, 999 টাকা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest