প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০ কোটি দিল রিলায়েন্স, সঙ্গে ৫ লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: করোনা ভাইরাস ঠেকাতে এবার সাহায্যের হাত বাড়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পতঞ্জলির ঘোষণার কয়েকঘন্টা পরেই প্রধানমন্ত্রীর কেয়ারস ফাণ্ডে করোনা ভাইরাস মোকাবিলায় ৫০০ কোটি দেওয়ার ঘোষণা করল রিলায়েন্স। জানা গিয়েছে, মূলত করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যক্ষেত্রকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সম্রাট ও সুন্দরী! ২০ জন ‘বিশেষ সেবিকা’ নিয়ে ‘সেলফ আইসোলশনে’ থাইল্যান্ডের রাজা

সোমবার একটি বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা দেরিতে নয়, আগেই জিতব। এই সঙ্কটের সময় গোটা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ পরিবার দেশবাসীর সঙ্গে আছে এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে জিততে সব রকম প্রচেষ্টা চালাবে।’’ অন্য দিকে রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন তথা মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানি বলেছেন, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশবাসী এক হয়ে লড়াই করছে। রিলায়্যান্স ফাউন্ডেশনের আমরা সবাই দেশবাসীর সঙ্গে আছি। বিশেষ করে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের চিকিৎসক ও কর্মীরা দেশের প্রথম করোনা হাসপাতাল তৈরি করেছে। স্ক্রিনিং, টেস্ট, প্রতিরোধ এবং চিকিৎসায় তাঁরা সরকারকে সব রকম সাহায্য করবেন।’’

আরও পড়ুন: মিলছে লকডাউনের সুফল,এখনও করোনা ভাইরাসের ‘স্টেজ-২’তে ভারত- জানাল স্বাস্থ্যমন্ত্রক

রিলায়েন্সের তরফে জানা গিয়েছে, #PMCARES ফান্ডে ৫০০ কোটি ছাড়াও মহারাষ্ট্র এবং গুজরাত সরকারকে আলাদা করে ৫ কোটি টাকা করে দেওয়া হবে।এছাড়াও দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের সাহায্যে একের পর এক নতুন পদক্ষেপ নিয়েই চলেছে মুকেশ আম্বানির সংস্থা ৷ গোটা দেশে লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ অনেকের কাছে না আছে খাবার না আছে টাকা ৷ তাই এই সমস্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে আরআইএল ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ লক্ষ মানুষের আগামী ১০ দিনের খাওয়ার দায়িত্ব নিতে চলেছে রিলায়েন্স ৷ অথার্ৎ প্রায় ৫০ লক্ষের জন্য খাওয়ার ব্যবস্থা করবে রিলায়েন্স ৷ এর আগে মাত্র দু’সপ্তাহে Reliance Foundation ১০০ বেডে COVID-19 হাসপাতাল তৈরি করেছে আরআইএল ৷এখানেই শেষ নয় ৷ এর পাশাপাশি ১ লক্ষ মাস্ক ও PPE তৈরি করছে রিলায়েন্স যাতে দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখা যায়৷

রোনা ভাইরাসের থাবায় সকলে স্তম্ভিত, সেই সময় বড়সড় ঘোষণা। দেশকে বাঁচাতে বিশেষ তহবিল ‘পিএম কেয়ার ফান্ড’ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তহবিলে ২৫ কোটি টাকার অনুদান দিচ্ছে পতঞ্জলি, শনিবার এমনটাই জানিয়েছেন যোগগুরু রামদেব।করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই সেই ফান্ডে ৫০০ কোটি টাকা দিয়েছে টাটা ট্রাস্ট। এরই পাশাপাশি সেই ফান্ডে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।

আরও পড়ুন: Panic Buying-এ লাগাম, চাপে নাকাল সংস্থা বাঁধল গ্যাস বুকিংয়ের সময়

Gmail 7

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest