Site icon The News Nest

Ambubachi: ২২ জুন অম্বুবাচী শুরু, জানুন এই সময় কী খাওয়া উচিত নয় ও কী করা উচিত নয়

Ambubachi 2

অম্বুবাচী বহু চর্চিত একটি তিথি। তিথিটি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, নানা সংশয়, নানা ধারণা রয়েছে। তিথিটি গ্রামবাংলা শহর-নগরের বিধবা মহিলারা পালন করেন। প্রত্যেক বছরে আষাঢ় মাসে তিথিটি আসে। এই তিথিতে দেবী রজস্বলা হন বলে ধর্মবিশ্বাস।

পঞ্জিকামতে আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ অম্বুবাচী হয়। লোকবিশ্বাস, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী ঋতুময়ী হয় আর তখনই অম্বুবাচী পালন করা হয়। এ বছর অম্বুবাচী পড়ছে আজ, বুধবার ২২ জুন, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিই ৭ আষাঢ়। এদিন রাত ৮টা ১৯ মিনিটে অম্বুবাচী শুরু। রবিবার ১১ আষাঢ়, ২৬ জুন সকাল ৮টা ৪৩ মিনিটে অম্বুবাচী তিথি সমাপ্ত হচ্ছে। অর্থাৎ, এর পর থেকে আর পালনী কিছু থাকছে না।

আরও পড়ুন: Astro Tips: এই পাঁচ ফুলের গন্ধেই বাড়িতে আসবে সুখ আর সমৃদ্ধি, জেনে নিন রাখার নিয়ম

শাস্ত্র মতে এমন বহু কাজ রয়েছে যা অম্বুবাচী তিথিতে করতে বারণ করা হয়।

আরও পড়ুন: Astro Tips: প্রেমের জন্য এই সব রাশির একে অপরকে এড়িয়ে চলুন

Exit mobile version