Belur Math closed for visitors in Durga puja again

মহালয়ায় তর্পণে ‘না’, এবারও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ বেলুড় মঠ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বছরের মতো এ বছরও অতিমারি পরিস্থিতিতে দুর্গাপুজোয় বন্ধ থাকছে বেলুড় মঠ। পুজোর আয়োজন করা হলেও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে না বলেই বুধবার বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ বছর চতুর্থী ৯ অক্টোবরে। ওই দিন থেকে শুরু করে আগামী ১৬ অক্টোবর, একাদশী পর্যন্ত বন্ধ রাখা হবে বেলুড় মঠ। শুধু পুজোর ওই ৬ দিনই নয়, মহালয়া অর্থাৎ ৬ অক্টোবরও মঠে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রীতি-রেওয়াজ মেনে সমস্ত অনুষ্ঠানই পালন করা হবে বেলুড় মঠে। অষ্টমীর দিন নিয়ম মেনে হবে কুমারী পুজো। প্রত্যেক বছরই বেলুড় মঠের কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন।

আরও পড়ুন: Ganesh Chaturthi 2021: গণেশ পুজোয় এই তিন গান গেয়ে আরতি করুন, মিলতে পারে সৌভাগ্যের চাবিকাঠি

কিন্তু কোভিড পরিস্থিতির কারণে ভিড় এড়াতে গত বছর ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। এ বছরও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুজোর সমস্ত অনুষ্ঠানই যাতে মঠের ওয়েবসাইটে এবং ইউটিউবে ভার্চুয়ালি দেখা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মহালয়া ও দুর্গাপুজোর ছ’দিন ছাড়াও ছট পুজোতেও বন্ধ থাকবে বেলুড় মঠ।

শুধু দুর্গাপুজোই নয়, কালীপুজোতেও প্রবেশ বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।এর পাশাপাশি মঠে প্রবেশের সময়সীমার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সকাল ১১টা ও বিকেল ৪ টে থেকে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীরা মঠে প্রবেশ করতে পারবেন। এরপর ১ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে বেলা ১১টা ও বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

আরও পড়ুন: Ranna Pujo: বিশ্বকর্মা পুজোর আগের দিন ‘রান্না পুজো’, কত রকম পদ রান্না করার নিয়ম জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest