Bhai Dooj 2021 Puja Vidhi, Muhurat, Significance

Bhai Fota 2021: আগামীকাল ভাইফোঁটা, জেনে নিন ফোঁটা দেওয়ার শুভক্ষণ ও নিয়ম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতি বছর কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা বা ভাই দুজ পালিত হয়। চলতি বছর ৬ নভেম্বর ভ্রাতৃ দ্বিতীয়া। ৬ নভেম্বর সারাদিন ফোঁটা দেওয়া যাবে। তবে এর মধ্যে সর্বাধিক শুভ সময় জেনে নিন—

দ্বিতীয়া শুরু- ৫ নভেম্বর রাত ১১টা ১৮ মিনিটে।

দ্বিতীয়া শেষ- ৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে।

ফোঁটা দেওয়ার শুভলগ্ন- ৬ নভেম্বর, শনিবার দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ২১ মিনিট পর্যন্ত।

মোট সময়- ২ ঘণ্টা ১১ মিনিট।

কোন দিকে মুখ করে ফোঁটা নেবেন?

শাস্ত্র মতে, পূর্ব দিকে মুখ করে ফোঁটা নেওয়া শুভ। আবার উত্তর বা উত্তর-পূর্ব দিকে মুখ করেও ফোঁটা নেওয়া যেতে পারে। তবে ভুলেও দক্ষিণ দিকে মুখ করে ফোঁটা নেবেন না। এই দিকটিকে অশুভ মনে করা হয়।

ফোঁটা দেওয়ার নিয়ম

শুক্ল পক্ষের দ্বিতীয়াতে ভাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বোন। ভাইকে আসনে বসিয়ে শুরু হয় ফোঁটা দেওযার অনুষ্ঠান। কাঁসা বা পিতলের থালায় ধান-দূর্বা, বাড়িতে আমপাতায় পারা কাজল, চন্দন সাজিয়ে রাখা হয় ভাইয়ের সামনে। সঙ্গে থাকে ঘিয়ের প্রদীপ ও শঙ্খ। আর মুখ মিষ্টি করানোর জন্য থাকে ভাইয়ের পছন্দের সমস্ত মিষ্টিও। এর পর বোনেরা বাঁ হাতের কড়ে আঙুলে কাজল নিয়ে এঁকে দেয় ভাইয়ের ভ্রু-যুগল। এবার ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় ছড়া কাটে বোনেরা—

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা।

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ এই ছড়া কেটে কপালে তিন বার ফোঁটা দেওয়া হয়। চন্দনের ফোঁটা দেওয়ার পর শঙ্খ ধ্বনির মাঝে ধান-দূর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করে বোন। এবার মিষ্টিমুখ করার পালা। তার পর ভাই-বোনের মধ্যে উপহার আদান-প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest