Site icon The News Nest

Bhai Phota 2021: দেখে নিন রাশি অনুসারে কী রাখা যায় ভাইফোঁটার মিষ্টির থালায়!

Bhai Dooj sweets scaled

উৎসব মানেই আনন্দ, খাওয়া-দাওয়া। আর খাওয়া-দাওয়া ইন্ডিয়ান হোক বা চাইনিজ, মেনুতে অবশ্যই মিষ্টি থাকা চাই (Bhai Dooj 2021 Sweet)। আর পাঁচটা উৎসবের মতো ভাইফোঁটাতে ভাইয়ের মঙ্গলকামনায় বোনেরা বিভিন্ন মিষ্টির আয়োজন করেন (Bhai Dooj 2021 Sweet)। তাই রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক ভাইকে ঠিক কোন মিষ্টি খাওয়ালে তা যথার্থ মধুর হবে (Bhai Dooj 2021 Sweet)!

মেষ (Aries):মার্চ ২১ থেকে এপ্রিল ১৯- ভাই যদি মেষ রাশির জাতক হন তাহলে ভাইফোঁটায় তাঁর জন্য মালপোয়া রাখা যায়।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০- ভাইয়ের যদি বৃষ রাশি হয়, তাহলে তাঁকে দুধ দিয়ে তৈরি মিষ্টি খাওয়ানো উচিত।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০- ভাই যদি মিথুন রাশির হন, তাহলে ভাইফোঁটায় বেসনের তৈরি মিষ্টি খাওয়ানো উচিত।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২- ভাই যদি কর্কট রাশির জাতক হন তাহলে ভাইফোঁটায় তাঁর জন্য রাবড়ি রাখলে ভালো হয়।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২- ভাই যদি সিংহ রাশির হন, তাহলে তাঁকে রস রয়েছে এমন মিষ্টি খাওয়ানো উচিত।

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২- ভাই কন্যা রাশির হলে ভাইফোঁটায় তাঁর জন্য সঠিক মিষ্টি হবে মোতিচুরের লাড্ডু।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২- তুলা রাশির জাতক হলে ভাইকে হালুয়া বা বাড়িতে বানানো কোনও মিষ্টি খাওয়ানো উচিত।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১- ভাইয়ের যদি বৃশ্চিক রাশি হয় তাহলে ভাইফোঁটায় তাঁকে গুড় দিয়ে তৈরি কোনও মিষ্টি খাওয়ানো উচিত।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১- এই রাশির ভাইকে খাওয়ানোর জন্য সব চেয়ে ভালো মিষ্টি হল রসগোল্লা।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯- ভাই যদি মকর রাশির হন তাহলে বোনের তাঁকে মিষ্টি হিসাবে বালুসাই খাওয়ানো উচিত।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮- ভাই যদি কুম্ভ রাশির জাতক হন তাহলে ভাইফোঁটায় তাঁর জন্য সবুজ রঙের মিষ্টি রাখা উচিত।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০- ভাই মীন রাশির হলে তাঁর জন্য সঠিক মিষ্টি হবে মিল্ক কেক।

Exit mobile version