অনির্দিষ্টকালের জন্য স্থগিত চারধাম যাত্রা, শুরু হওয়ার কথা ছিল ১ জুলাই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অনির্দিষ্টাকালের জন্য স্থগিত করে দেওয়া হল চারধাম যাত্রা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যাত্রা বন্ধ থাকছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার।

উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১ জুলাই থেকে এই যাত্রা চালু হওয়ার কথা ছিল।দ্বিতীয় পর্যায়ের যাত্রার দিন নির্ধারিত করা হয়েছিল ১১ জুলাই। তা আপাতত স্থগিত হয়ে গেল। চারধাম যাত্রার জন্য নয়া কোভিডবিধি জারি করেছিল উত্তরাখণ্ড সরকার।  তবে চারধামের তীর্থক্ষেত্রগুলির দৈনিক  পুজোপ্রার্থনা ও আচার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের নির্দেশ  দিয়েছে। মামলার পরবর্তী শুনানি স্থির হয়েছে ৭ জুলাই।

আরও পড়ুন: বুধবার থেকে খুলছে তারাপীঠ মন্দির, মেনে চলতে হবে এই সমস্ত বিধি নিষেধ…

দেশে যখন কোভিড পরিস্থিতি চরমে সে সময় শাহি স্নানের অনুমতি দিয়ে প্রবল সমালোচনা মুখে পড়়তে হয়েছিল উত্তরাখণ্ড সরকারকে। লাখ লাখ পুণ্যার্থী জামায়েত হয়েছিলেন শাহি স্নানের জন্য। কোভিড বিধি না মানার অভিযোগও ওঠে বিস্তর। কোভিড পরিস্থিতির মধ্যে কী ভাবে লাখ লাখ পুণ্যার্থীর জমায়েতে অনুমতি দেওয়া হল তা নিয়ে বিস্তর সমালোচনা হয়।

সেই ঘটনার থেকে শিক্ষা নিয়েই এ বার চারধাম যাত্রা নিয়ে অনেকটাই সতর্ক ছিল রাজ্য প্রশাসন। কিন্তু কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই রাজ্য সরকারকে এই যাত্রা স্থগিত করার নির্দেশ দেয় হাই কোর্ট। তার পরই গত ২৫ জুন মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেয় স্থানীয়দের জন্য আংশিক খোলা রাখা হবে চারধাম যাত্রা। চামোলি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ জেলার বাসিন্দাদের এই যাত্রায় অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু প্রধান বিচারপতি আর এস চৌহান ও বিচারপতি অলোক ভার্মার বেঞ্চ করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজ্য সরকারের দায়ের করা হলফনামায় অসন্তোষ প্রকাশ করে বলে, রাজ্য সরকারের প্রস্তুতিতে, বিশেষতঃ স্বাস্থ্য পরিষেবামূলক ব্যবস্থাপনা ও এই তিন জেলায় কোভিড ভ্যাকসিন প্রদানের অবস্থায় তারা সন্তুষ্ট নয়।

আরও পড়ুন: Rath Yatra 2021: বিধি মেনেই পুরীতে রথযাত্রা পালন, অংশ নিতে পারবেন না কোনও ভক্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest