Dhanteras 2021 Shopping Time

Dhanteras 2021 timings: আগামীকাল ধনতেরাস, জেনে নিন পুজো ও কেনাকাটার শুভলগ্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। চলতি বছর ২ নভেম্বর পালিত হবে ধনতেরাস। এ দিন কেনাকাটা করার প্রথা প্রচলিত আছে। তবে শুভক্ষণে কিনলে তাঁর দ্বারা প্রাপ্ত ফলাফল বহুগুণ বেড়ে যায়। বেদাচার্যদের মতে, চলতি বছর ধনতেরাসের দিনে ত্রিপুষ্করের অতি শুভ যোগ সৃষ্টি হবে। পুরোহিত রাকেশ পাণ্ডের মতে, ধনতেরাসে কুবের ও ধন্বন্তরীর পুজোর পর শুভক্ষণে কেনাকাটা করলে তা সারা বছর শুভ ফল প্রদান করবে।

ধনতেরাস পুজোর সময়

ধনতেরাস পুজো- সন্ধ্যা ৫টা ২৫ মিনিট থেকে ৬টা।

প্রদোষ কালে ধন্বন্তরী পুজো- সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট থেকে ৮টা ১৪ মিনিট।

সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত থাকবে শুভ যোগ

আরও পড়ুন: Diwali 2021: লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে দীপাবলির আগে বাড়ি থেকে সরান এই ৭ জিনিস

জ্যোতিষীদের মতে, কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথির সূর্যোদয় থেকেই পুষ্কর ও সিদ্ধ যোগ থাকবে। সকাল ৮টা ৩৫ মিনিট পর্য্ন্ত এই যোগ থাকবে। বিদ্বানদের মতে, উক্ত যোগে সূর্যোদয় হওয়ায় সারাদিন এর প্রভাব থাকবে। এ সময় কেনাকাটা করার সময় অত্যন্ত উত্তম।

কেনাকাটার শুভলগ্ন

চর লগ্ন- সকাল ৮টা ৪৬ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট।

অভিজীত মুহূর্ত- বেলা ১১টা ১১ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিট।

অমৃত মুহূর্ত- বেলা ১১টা ৩৩ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট।

শুভ যোগ- দুপুর ২টো ২০ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিট।

বৃষ লগ্ন- সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: Dhanteras 2021 : ধনতেরাসে কেন কেনা হয় বাসনপত্র, জানুন কারণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest