Dhanteras 2022: Auspicious time to buy Gold and Silver

Dhanteras Shubh Muhurat : ধনতেরাসে এই সময় সোনা-রুপো কেনা সবচেয়ে শুভ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীপাবলি একটি পাঁচ দিনব্যাপী উৎসব । দীপাবলি উৎসবের প্রথম দিনটি ধনতেরাস বা ধনত্রয়োদশী হিসেবে পালিত হয় (Dhanteras 2022) । ধনতেরাসে সোনা কেনার প্রাচীন প্রথা আধুনিক সময় অনুসারে সামান্য পরিবর্তনের সঙ্গে পরিচালিত হচ্ছে । ধনতেরাসের দিন, লোকেরা সোনা এবং রূপার পাত্র বা গহনা কিনে থাকে। পৌরাণিক কাহিনি অনুসারে, বৈদ্য ধন্বন্তরী ধনতেরাসের দিনে সমুদ্র মন্থন থেকে হাতে অমৃত কলস নিয়ে আবির্ভূত হন।

পাশাপাশি এই দিনে সোনা, রূপা ও বাসনপত্র কেনার রীতি রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে যা কিছু কেনা হয় তা ১৩ গুণ বৃদ্ধি পায়। আপনিও যদি ধনতেরাসে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে নিন শুভ সময়-

কিছু জায়গায়, ২২ অক্টোবর শনিবার ধনতেরাস উত্‍সব উদযাপিত হবে। ২২ অক্টোবর, ধনত্রয়োদশী, সোনা কেনার শুভ সময় সন্ধ্যা ০৬.০২ থেকে শুরু হবে, যা ২৩ অক্টোবর সকাল ০৬.২৭ পর্যন্ত থাকবে। সোনা কেনার মোট সময়কাল হবে ১২ ঘণ্টা ২৫ মিনিট।

ধনতেরাস পূজা মুহূর্ত

২২ অক্টোবর শনিবার ধনতেরাস পূজা

ধনতেরাস পূজার মুহূর্ত: সন্ধ্যা ৭.০১  থেকে রাত ৮.১৭

সময়কাল: ০১ ঘন্টা ১৬ মিনিট

দীপ দান কখন করা শুভ হবে –

ধনতেরাস উৎসব দুই দিন পালিত হওয়ায় কোন দিনটি প্রদীপ দান করা শুভ হবে তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২২ অক্টোবর ২০২২, শনিবার দীপ দান করা শুভ হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest