Site icon The News Nest

Dhanteras 2022: সোনা-রুপো ছাড়া ভাগ্য ফেরাতে ধনতেরসে আর কী কিনতে পারেন?

Dhanteras দিয়েই শুরু হয় দীপাবলির উত্‍সব। মূলত, দীপাবলির একদিন বা দু’দিন আগে ধনতেরস হয়। এটি ধনত্রয়োদশী বা ছোট দীপাবলি নামেও পরিচিত। ধনতেরস কথাটি থেকেই বোঝা যাচ্ছে যে, এটি ধন সম্পদের সঙ্গে সম্পর্কিত। আশ্বিন মাসের ১৩তম পূর্ণিমা তিথিতে এই দিনটি পালন করা হয়ে থাকে। এই বছর ২৩ অক্টোবর রবিবার পালিত হবে ধনতেরস।

ধনলক্ষ্মীর পুজো দিয়ে সকলেই চায় নতুন কিছু বাড়িতে আনতে। এই দিন ধাতু কেনার প্রাচীন রীতি বহুদিন ধরে প্রচলিত। তবে শুধু ধাতু নয়, ধনতেরসে যে কোনও কিছুই নতুন কিনতে পারেন। কেনাকাটা করার জন্য এটি বছরের সবচেয়ে শুভ দিন। ধনতেরসে কেনার জন্য সোনাই থাকে পছন্দের তালিকায় সকলের ওপরে। বাজেটে না পোষালে আর কী কেনা যেতে পারে দেখে নিন।

Exit mobile version