Do this work according to the zodiac on Basant Panchami, all the problems related to education will be overcome

Saraswati Puja 2022: রাশি মেনে করুন দেবী সরস্বতীর আরাধনা, দূর হবে সমস্ত বাধা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর পুজো করা হয়। চলতি বছর ৫ ফেব্রুয়ারি, শনিবার সরস্বতী পুজো। শাস্ত্র মতে সরস্বতী পুজো করলে বুদ্ধি ও জ্ঞান লাভ করা যায়। জ্যোতিষ মতে, রাশি মেনে সরস্বতী পুজোর দিন কিছু কাজ করলে সুফল পেতে পারেন বিদ্যার্থীরা—

মেষ- সরস্বতী কবচ পাঠ করা উচিত। এর ফলে বুদ্ধি লাভ করা যায়। পাশাপাশি কাজে একাগ্রতা বৃদ্ধি পায়।

বৃষ- সরস্বতীকে প্রসন্ন করার জন্য সাদা চন্দনের তিলক লাগান। পাশাপাশি সাদা ফুল অর্পণ করুন। এর ফলে জ্ঞান বৃদ্ধি হয়।

মিথুন- সরস্বতীকে সবুজ রঙের কলম অর্পণ করুন মিথুন জাতকরা। এ সময় নিজের মনোস্কামনা ব্যক্ত করুন।

কর্কট- পায়েসের ভোগ অর্পণ করুন। সঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত জাতকরা এর ফলে লাভ অর্জন করতে পারেন।

সিংহ- সরস্বতী পুজোর দিনে অন্তত পক্ষে ২৭ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। বিদেশে পড়াশোনা করছেন এমন জাতকরা গায়ত্রী মন্ত্র জপ করলে, সুফল পাবেন।

কন্যা- ছোটো বাচ্চাদের পড়াশোনার জিনিস উপহার দিন। এর ফলে কন্যা জাতকদের পড়াশোনায় আগত বাধা দূর হবে।

তুলা- বসন্ত পঞ্চমীর দিনে ব্রাহ্মণদের সাদা বস্ত্র দান করুন। ছাত্ররা এমন করলে তাঁদের বাণীর সমস্যা দূর হবে।

আরও পড়ুন: 1176 Hare Krishna: গোটা ফেসবুকজুড়ে ‘১১৭৬ হরে কৃষ্ণ’! কী এই কথার অর্থ ?

বৃশ্চিক- সরস্বতীর আরাধনা করুন। পুজোর পর লাল কলম অর্পণ করুন। এর প্রভাবে স্মৃতিশক্তির সমস্যা দূর হবে।

ধনু- হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিকশিত হবে। উচ্চ শিক্ষার ইচ্ছা পূরণ হবে।

মকর- নির্ধন ব্যক্তিকে সাদা রঙের অন্ন দান করুন। এই উপায় বুদ্ধির বিকাশ সম্ভব।

কুম্ভ- দরিদ্র সন্তানদের স্কুল ব্যাগ ও পড়াশোনার অন্য জিনিস দান করুন। সরস্বতীর আশীর্বাদ লাভ করবেন।

মীন- সরস্বতীকে হলুদ রঙের কাপড় অর্পণ করুন। কেরিয়ারের সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন: Saraswati Puja 2022: কেন সরস্বতী পুজোয় হলুদ রঙের গুরুত্ব বেশি, জেনে নিন কারণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest