Do you have a mole on this spot of your palm?

হাতের তালুর তিল ইঙ্গিত দেয়, আপনার ধন- সম্পদ, দুর্ভাগ্যের!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হস্তরেখা শাস্ত্র কেবল ভারতে নয় বিশ্বজুড়ে জনপ্রিয়। বিশ্বাস অনুযায়ী, কোনও ব্যক্তির তালুতে অনেক গোপন রহস্য লুকানো থাকে। যদি আপনার হাত দেখার দক্ষতা থাকে, তাহলে আপনি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ- ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলিও সহজে জানতে পারবেন। তবে অনেকেরই অজানা, হাতের তালুতে থাকা তিল, অনেক কিছু জানান দেয়। হস্তরেখা শাস্ত্রে, হাতের তালুতে তিলের বিশেষ গুরুত্ব আছে।

  • যদি কোনও ব্যাক্তির হাতের তালুতে তিল থাকে, তাহলে মনে করা হয় এটি তাঁর শুভ লক্ষণ। এমনকী তাঁর বিপুল আর্থিক লাভও হতে পারে।
  • হাত মুঠো করার পর যদি তিল দেখা না যায়, তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হস্তরেখা শাস্ত্রে।
  • তালুতে বৃদ্ধাঙ্গুলের ঠিক নীচে তিল থাকলে, মনে করা হয় সেই ব্যক্তির জীবনে সাফল্য নিশ্চিত। তবে বৃদ্ধাঙ্গুলের মধ্যেই তিল থাকলে, বহু পরিশ্রম করেও, সাফল্য আসতে সমস্যা হয়।
  • যে সমস্ত ব্যক্তির মধ্যমাতে তিল আছে, তাঁদের জীবনে সুখ, সমৃদ্ধি বজায় থাকে।
  • হাতের তালুর নীচের দিকে তিল থাকলে, সেই ব্যক্তি মানসিকভাবে অস্থির হয়। তাঁদের বৈবাহিক জীবনে বহু সমস্যা হয়।
  • যাঁদের বাম হাতের তালুতে তিল আছে, তাঁরা অনেক উপার্জন করলেও, বিলাসবহুল জীবনযাত্রার জন্য টাকা সঞ্চয় করতে সমস্যা হয়।
  • কড়ে আঙুল যাঁদের তিল থাকে, তাঁদের জীবনে বিভিন্ন চরাই -উতরাই থাকলেও কখনই অর্থের অভাব হয় না।
  • হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, বৃদ্ধাঙ্গুলের নীচে ফোলা অংশে তিল থাকলে, জীবনে শারীরিক অসুস্থতা থাকে। এছাড়া হৃদরেখায় তিল থাকলে হৃদয় সংক্রান্ত বউ সমস্যা হতে পারে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest