Do you know the Bengali meaning of Azan comes from the mosque?

জানেন কি মসজিদ থেকে ভেসে আসা আজানের বাংলা অর্থ ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়। যাকে আজান বলে। ধ্রূপদী আরবিতে আজান শব্দের অর্থ হচ্ছে- কোনও একটি নির্দিষ্ট কাজের প্রস্তুতি নেওয়ার জন্য উচ্চকণ্ঠে কাউকে আহ্বান করা। আজানের মূল লক্ষ্য ইসলাম ধর্মানুগামীদের প্রার্থনার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করা।

এবার দেখে নিন আজানের সঠিক অর্থ

আল্লাহু আকবার, আল্লাহু আকবার

আল্লাহু আকবার, আল্লাহু আকবার

অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।

আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।

 

আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্, আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্,

আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্, আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্,

অর্থ

আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই।

আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই।

 

আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্, আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্,

আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্, আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্,

অর্থ

আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।

আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।

 

হাইয়্যা আলাস্সালাহ্,

হাইয়্যা আলাস্সালাহ,

 

এসো নামাজের দিকে,

এসো নামাজের দিকে।

 

হাইয়্যা আলাল্ ফালাহ,

হাইয়্যা আলাল্ ফালাহ,

 

এসো কল্যাণের পথে,

এসো কল্যাণের পথে,

ফজরের আজানে অতিরিক্ত বলা হয়

‘আস সলাতু খাইরুম মিনান নাউম,

আস সলাতু খাইরুম মিনান নাউম।

 

অর্থ : ঘুম থেকে নামাজ উত্তম,

ঘুম থেকে নামাজ উত্তম।

 

আরও পড়ুন : জানেন কি ঠিক কীভাবে ও কখন আজানের সূচনা হয় ?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest