Dol Jatra 2022: know about the significance and actual date and time of festival

Dol Jatra 2022: দোল পূর্ণিমার দিন-ক্ষণ-তিথি এক নজরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিন্দু ধর্মে দোল উৎসব বা হোলি উৎসবের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। রঙে ভরা এই বসন্তের উৎসবের রয়েছে বিশেষ ধর্মীয় তাৎপর্য। হোলিকে মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসেবে ধরা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা প্রধানত বাংলা এবং উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব যা প্রতি বছর পালিত হয়।

দোল উৎসবে ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন। এই দিনে অনেক বাড়িতেই রাধা-গোবিন্দের পুজোও করা হয়। এই পূর্ণিমা তিথি তাই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফাল্গুন পূর্ণিমার শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে ন্যাড়াপোড়া পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধারানী শ্রী কৃষ্ণের শহর মথুরা এবং বৃন্দাবনে ফুল দিয়ে হোলি খেলেন। এদিনে  রাধারানী মন্দিরের দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। এমন পরিস্থিতিতে কবে দোল উৎসব বা  হোলি খেলা হবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Belur Math: খুলছে বেলুড় মঠ, এই শর্তে প্রবেশাধিকার পাবেন আপনিও …

দোল উৎসব বা হোলির গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন
হোলাষ্টক শুরুর তারিখ – ১০ মার্চ, দিন বৃহস্পতিবার।
ন্যাড়া পোড়া বা হোলিকা দহন তারিখ – ১৭ মার্চ, বৃহস্পতিবার
দোল উত্সব বা হোলি উদযাপিত হবে – ১৮ মার্চ, দিন শুক্রবার

ফাল্গুন পূর্ণিমা তিথি ২০২২ এবং শুভ মুহুর্ত-
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু হতে চলেছে ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টা বেজে ২৯ মিনিট থেকে, যা পরের দিন অর্থাৎ ১৮ মার্চ শুক্রবার রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। হোলিকা দহন শুধুমাত্র ফাল্গুন পূর্ণিমায় অনুষ্ঠিত হয়। হোলিকা দহন ১৭ মার্চ ফাল্গুন পূর্ণিমায় অনুষ্ঠিত হবে। এই দিনটিকে ছোট হোলিও বলা হয়।

আরও পড়ুন: Maha Shivaratri 2022: প্রায় ২৪ হাজার রুদ্রাক্ষ ও ১২ টন বালির তৈরি এই শিবে রয়েছে অবিশ্বাস্য বৈশিষ্ট্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest