Site icon The News Nest

হযরত আলী (রাঃ) এর চিরন্তন বাণী, যা বদলে দিতে পারে আপনার জীবন

ali ibn talib

আলী ইবনে আবী তালিব ছিলেন ইসলামের নবী মুহম্মদ (PBUH)-র চাচাতো ভাই ও জামাতা। যিনি ৬৫৬ থেকে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত খলিফা হিসেবে মুসলিম বিশ্ব শাসন করেন। সুন্নিদের মতে তিনি চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। অন্যদিকে শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত এবং প্রথম ইমাম।আলী রাজনৈতিক ও আধ্যাত্মিকভাবে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের নিকট গুরুত্বপূর্ণ।

দেখে নেওয়া যাক হজরত আলী (রহঃ) 20 টি চিরন্তন বাণী

১। বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ।

২। নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।

৩। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।

৪। আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ।

৫। অনর্থক কামনা নিজেই একটি ধ্বংসাত্বক সঙ্গী, আর বদ অভ্যাস সৃষ্টি করে একটি ভয়াবহ শত্রু।

৬। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।

৭। ছোট পাপকে ছোট বলে অবহেলা করো না, ছোটদের সমষ্টিই বড় হয় ।

৮। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ।

৯। যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!

১০। যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন করতে হবে, যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসদ্ধান করো ।

১১। ত্বরিত ক্ষমা-প্রদর্শন ভদ্রতার নিদর্শন। আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক।

১২। তোমার যা ভাল লাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে।

১৩। দ্রুত ক্ষমা করে দেওয়া সম্মান বয়ে আনে আর দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে ।

১৪। দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজহচ্ছে নিজেকে সংশোধন করা আর সব
চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।

১৫। দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে, আল্লাহর প্রতি ততোটাই কম হবে ।

১৬। নিজের মহানুভবতার কথা গোপন রাখো, আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো।

১৭। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে।

১৮। পাথরের মত হয়ো না, যে নিজে অন্যের পথরোধ করে।

১৯। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।

২০। অসৎ লোকের ধন – দৌলত পৃথীবিতে সৃষ্ট জীবের বিপদ – আপদের কারণ হয়ে দাঁড়ায় ।

 

Exit mobile version