মানব জাতির উদ্দেশ্যে উচ্চারিত হরিচাঁদ ঠাকুরের বেশ কিছু অমর বাণী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest
  1. জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা।
    ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
  2. সব ধর্মের উর্ধে হচ্ছে মানব ধর্ম।সেটাই সবার সেরা ধর্ম।
  3. নীচ হয়ে করিব যে নীচের উদ্ধার।অতি নিম্নে না নামিলে কিসের অবতার।।
  4. “বিশ্ব ভরে এই নীতি দেখি পরস্পর।
    যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর।।”
  5.  “ঠাকুর কহেন বাছা ধর্ম কর্ম সার।
    সর্ব ধর্ম হ’তে শ্রেষ্ঠ পর উপকার।।”
  6. “খাও বা না খাও তা’তে কোন দুঃখ নাই।
    ছেলে পিলে শিক্ষা দেও এই আমি চাই”।।
  7. ছেলে মেয়েকে দিতে শিক্ষা
    প্রয়োজনে করিবে ভিক্ষা।
  8. শিক্ষা-হারা দীক্ষা-হারা ঘরে নাহি ধন।
    এই সবে জানি আমি আপনার জন।।”
  9.  সমাজে পুরুষ পাবে যেই অধিকার।
    নারীও পাইবে তাহা করিলে বিচার।।
  10. “শুন কন্যা, গুণে ধন্যা, আমার বচন।
    জাতি-ভাগ মোর ঠাঁই পাবে না কখন।।
    নরাকারে ভূমন্ডলে যত জন আছে।
    ‘এক জাতি’ বলে মান্য পাবে মোর কাছে।।
  11. কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই।
    বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই।।
  12. কোথায় ব্রাহ্মণ দেখ, কোথায় বৈষ্ণব।
    স্বার্থ বসে অর্থ লোভী যত ভন্ড সব।।
  13. “ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ।
    ‘ব্রাহ্মণ প্রধান’ মার্কা বিজ্ঞাপন যন্ত্র।।
  14. “আর এক জন্ম বাকী রহিল প্রভুর।
    এই সেই অবতার শ্রীহরি ঠাকুর।।”
  15. গুরুকে না চিনে বেটা করে গুরুগিরি।
    অহংকারী গুরুকার্যে নহে অধিকারী।।

আরও পড়ুন: হিন্দু ধর্মে মতুয়া কারা? জেনে নিন ‘দ্বাদশ আজ্ঞা’ কি কি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest