durga puja 2021: full timing of maha shasti

দুর্গাপুজো ২০২১ :কখন শেষ মহাপঞ্চমী? কখন বোধন? দেখে নিন মহাষষ্ঠীর নির্ঘণ্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মা দুর্গা এবার ধরাধামে আসছেন ঘোটকে। আর তাঁর গমন দোলায়। দুটি দিক থেকেই ফলাফল য়ে খুব একটা সুখকর তা নয়। বহু জ্যোতিষ শাস্ত্রের মতে এই বছর মায়ের আগমন আর গমনে নেতিবাচক ফল মিলবে। দোলায় আগমনের ফল ছত্রভঙ্গ । আর দোলায় গমনের ফলাফল মড়ক। তবে সেদিক নিয়ে বেশি ভাবনা চিন্তায় রাজি নয় বাঙালি!

প্রতি বছর মা দুর্গার আগমন থেকে গমন এবং পুজোর প্রতিটি রীতি পালিত হয় পঞ্জিকা মেনে। ১০ অক্টোবর বাংলার ২৩ আশ্বিন মহাপঞ্চমী। সকাল ৮ টা বেজে ৫১ মিনিটে শুরু হচ্ছে পঞ্চমী। ১১ অক্টোবর, ২৪ আশ্বিন সকাল ৬টা বেজে ২৩ মিনিট ০৭ সেকেন্ডে শেষ পঞ্চমী তিথি।

পৌরাণিক কাহিনি অনুসারে, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান- সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। পুজো প্যান্ডেল,মন্দির, বনেদিবাড়ি এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয়, সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে।

সোমবার, ১ অক্টোবর, ২৪ আশ্বিন সকাল ৬টা বেজে ২৩ মিনিট ০৮ সেকেন্ডে শুরু মহাষষ্ঠী। পঞ্চমী তিথি শেষের এক সেকেন্ড পর থেকে শুরু মহাষষ্ঠী। ওই দিনই দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest