Site icon The News Nest

আজ গান্ধীর হত্যা দিন,দেখে নিন চেতনা বদলে দেওয়া মহাত্মা গান্ধীর চির প্রাসঙ্গিক কিছু বাণী

gandhi

অহিংস আন্দোলেনের অধিকারটুকু ওরা ছিনিয়ে নিতে চাইছে। আজ গান্ধীকে দরকার। গান্ধীর হত্যার দিনে আরও বহুবার স্মরণ করতে হবে গান্ধীকে। তাঁর জীবন বোধকে। অবশ্যই তিনি মানবিক ত্রুটির ঊর্ধে ছিলেন না। কিন্তু সেই ত্রুটি স্বীকারের সৎ সাহসও গান্ধীর কাছ থেকে শিখতে হবে। বিভাজন ও বিদ্বেষের রাজনীতি যখন ট্রেন্ডিং, যখন গান্ধী ঘাতকের মূর্তি বানাচ্ছে ‘দেশপ্রেমী’ গেরুয়া শিবির, তখন আমাদের দরকার গান্ধীকে।

দেখে নিন গান্ধীর কিছু অমর বাণী

আরও পড়ুন: হিংসায় ভরা এই বিশ্বে ঠাকুরের এই বাণীগুলি আপনার বিবেবকে জাগ্রত করবে

  1. বিরোধী শক্তির মতামত শোনার মতো ধৈর্য যদি আমাদের না থাকে, তাহলে নিজেদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অংশ হিসেবে ভাবাটা ভুল হবে। কারণ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
  2. বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হয়, তাঁদের একজন হয়ে উঠতে হয়।
  3. দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না।
  4. ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।
  5. সাতটি মহাপাপ: কর্মহীন ধন, অন্তরাত্মা হীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, ত্যাগ ছাড়া পুজো।
  6. বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোন কিছুই চিরদিন বাঁচেনা।
  7. চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে।
  8. রাষ্ট্র নিজের দায়িত্ব সঙ্গে পালন না করলে শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাধ গড়ে তোলাটাই একজন নাগরিকের প্রথম এবং প্রধান কর্তব্য।
  9. মানুষ হিসেবে আমাদের সবথেকে বড় দক্ষতা কি জানেন? নিজেকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে আমাদের মধ্যে।
  10. কাউকে সন্তুষ্ট করতে বা কোনও ঝামেলা এড়াতে কোনও কাজে ‘হ্যাঁ’ বলাটা সবথেকে বড় পাপ। যদি মনে করেন এই কাজটা আপনি করতে পারবেন না, তাহলে বিশ্বাসের সঙ্গে ‘না’ বলতে শিখুন।
  11. যেই দিন প্রেমের শক্তি, শক্তির প্রেম থেকে বড় হবে সেই দিন বিশ্বে শান্তি কায়েম হবে।
  12. যে সত্যে নম্রতার ছোঁয়া নই, সেই সত্য অহংকারীর ক্যারিকেচার ছাড়া আর কিছুই নয়।
  13. আমি যেমন, ঠিক সেই ভাবে নিজেকে মেলে ধরাটাই আসল স্বাধীনতা ।
  14. সাধারণ মানুষদের হাতে যদি নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা দিলে ভুল কাজ হবে।
  15. যে দুর্বল সে কোনদিনও ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবান এর লক্ষণ।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের জীবন বদলে দেওয়া কিছু বাণী, যা আপনাকে মুগ্ধ করবেই

 

Exit mobile version