Jewellery: Astrological Tips, What happens if you lose your gold or silver

Jewellery: গয়না হারানোর কুফল জানেন? কী বলে জ্যোতিষশাস্ত্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোনা বা রুপো (Jewellery) অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করতে হয় যাতে কোনও ভাবে তা হারিয়ে না যায়, কারণ এক-একটি গহনা হারানোর এক একটি কুফল ভোগ করতে হয়।

  • হাতের চুড়ি বা বাজু– হাতের চুড়ি বা বাজু হারিয়ে গেলে অত্যন্ত অর্থকষ্টে ভোগান্তি হওয়ার আশঙ্কা থাকে।
  • গলার হার– গলার হার হারিয়ে যাওয়ার অর্থ হল অপমানিত হওয়ার যোগ।
  • টিকলি– টিকলি হারিয়ে যাওয়ার অর্থ হল মাথার চাপ বৃদ্ধির পাওয়ার আশঙ্কা।
  • পায়ের নূপুর– বাঁ পায়ের নূপুর হারিয়ে গেলে দুর্ঘটনার যোগ রয়েছে এবং ডান পায়ের নূপুর হারিয়ে গেলে সম্মানহানি হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন: Astrology Tips: পিতলের পাত্রে খাবার খেলে উজ্জ্বল হয় ভাগ্য, দূর হয় অর্থ সংক্রান্ত সমস্যা

  • মুকুট– মুকুট হারিয়ে গেলে মাথার রোগে ভুগতে হতে পারে।
  • নাকের নথ– নাকের নথ হারিয়ে যাওয়া মানে বোঝায় আগামী দিনে অপমান হওয়ার যোগ রয়েছে।
  • আংটি– আংটি হারিয়ে যাওয়ার অর্থ হল শারীরিক অসুস্থতা। আগামী দিনে শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে। কারণ, অকারণ হঠাৎ হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • কানের দুল– কানের দুল হারিয়ে যাওয়ার অর্থ হল, কোনও খারাপ খবর আসতে চলেছে। বিশেষ করে সোনার কানের দুল হারিয়ে যাওয়া অত্যন্ত খারাপ বলে মনে করা হয়।

আরও পড়ুন: New Year 2023: নতুন বছরে অগ্নি বৃষ্টি-মহামারি আভাস, বলছে Nostradamus Predictions

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest