কালীঘাটের পর এবার খুলে যাচ্ছে দক্ষিনেশ্বর মন্দির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে এখন কোভিডের গ্রাফ নিম্নমুখী। অনেকটাই থিতিয়ে পড়েছে সংক্রমণ। তাই কালীঘাট আর দক্ষিণেশ্বরের দরজা আবার খুলে যাচ্ছে। মঙ্গলবারই খুলে দেওয়া হয়েছে কালীঘাট মন্দির। সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলবে দক্ষিণেশ্বরও। সাধারণ ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী মন্দিরে যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কী সময়সীমা? কালীঘাট মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সাধারণের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মঙ্গলবার এই সময়সীমাই মেনে চলা হয়েছিল। তবু দর্শনার্থী এসেছিলেন প্রায় ৩০০-র কাছাকাছি। বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা রয়েছে। কালীঘাট মন্দিরে সেদিন মন্দিরে কারও প্রবেশাধিকার থাকবে না। পুরোহিতরাই কেবল থাকবেন। মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তির নীচে রাখা অঙ্গ স্নান করানো হবে।

আরও পড়ুন: Tarkeshwar : বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দিরের দরজা

তবে স্নানযাত্রার দিন থেকেই খুলছে দক্ষিণেশ্বর মন্দির। সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মন্দির সূত্রের খবর আপাতত সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টে থেকে মন্দির খুলবে। সন্ধ্যারতির পরেই অবশ্য বন্ধ করে দেওয়া হবে মন্দিরের প্রধান ফটক। মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য ২০ জনের বেশি ঢুকতে পারবেন না। থাকবে থার্মাল চেকিংয়ের ব্যবস্থাও। এছাড়া মন্দির চত্বরে বসে গল্পগুজব করা আপাতত বন্ধ।

১৮৫৫ সালের ওই বিশেষ দিনে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। রানী রাসমনির তৈরি দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ দেবের দাদা পন্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। তাই সেই দিনকে স্মরণ করে সমস্ত কোভিড বিধি মেনে খোলা হবে মন্দির। মন্দির খোলার অপেক্ষায় ছিলেন বহু ভক্তরাই। এবার তাঁদের আশা পূরণ হল। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দির খুললেও কিছু বিধিনিষেধ বহাল থাকছে। প্রত্যেক দর্শনার্থীদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। পাশাপাশি হাতে স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা।

আরও পড়ুন: Kalighat Temple: ভক্তদের জন্য খুলল কালীঘাট মন্দির, বেঁধে দেওয়া হল পুজোর সময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest