Site icon The News Nest

এবারের কৌশিকী অমাবস্যা কবে, কখন, জেনে নিন কালী পুজোর বিধি

kali

মাঝে আর মাত্র কয়েকদিন তারপরেই এ বছরের কৌশিকী অমাবস্যা উদযাপন৷ এ বছর ৭ সেপ্টেম্বর এই তিথি ৷বাংলা ক্যালেন্ডার অনুযায়ি ২১ ভাদ্র ১৪২৮ এই মহা তিথির যোগ৷  এই তিথিতেই নাকি তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে। এবারে ২১ ভাদ্র  সকাল ৭.০৭ মিনিটে পড়ছে এই অমাবস্যা৷ আর ছাড়ছে পরের দিন সকাল ৬টা ৩৬ মিনিটে৷

মা তারা কালীরই এক রূপ ৷ পবিত্র অমাবস্যা তিথিতে ভক্তরাও বাড়িতে করতে পারেন কালী পুজো ৷ জেনে নিন কীভাবে কালী পুজো করলে মনোষ্কামনা পূর্ণ হয় ৷ কারণ দেবীর উপাচারে সামাণ্য ত্রুটিও দেবীকে রুষ্ট করে৷  কৌশিকী অমাবস্যা তিথিতে  কালী পূজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন, খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়।

মায়ের সামনে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দিয়ে পুজো দিতে হয় ৷ কথিত রয়েছে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন তন্ত্র ও গুপ্ত সাধনা করলে, মেলে আশাতীত ফলাফল। এছাড়া বৌদ্ধ মতেও এই দিনের আলাদা গুরুত্ব রয়েছে। অনেকেই এই কৌশিকী অমাবস্যার রাতকে ‘তারা রাত্রি’ বলে থাকেন। বলা হয়, তন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এই রাতে সাধক চাইলে স্বর্গ ও নরক যেকোনও দিকেই যেতে পারেন। তবে তা নির্ভর করে তাঁর সাধনার ওপর। এই বিশেষ দিনে রীতি মেনে গৃহে মা কালীর আরাধনায় মেলে দিব্য ফল৷

কালী পূজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচ-মুখী প্রদীপ জ্বেলে রাখুন ৷ সন্ধ্যার পর বট গাছের গোড়ায় তিন বার কালো তিল রাখলে অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়া নিশ্চিত৷

সারাদিন পুজোর উপবাস করে পরের দিন ব্রাহ্মণ ভোজন করালে খুব ভাল ফল লাভ হয় ৷ কালী পুজোর দিন কোনও মন্দিরে একটা খাঁড়া দান করা ভাল ৷

তন্ত্র ও শাস্ত্র মত অনুযায়ী কৌশিকী অমবস্যার গুরুত্ব অন্যান্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা থাকে। সেই অনুযায়ী বিভিন্ন রীতি নীতি মেনে এই অমাবস্যার পুজো করা হয়। মা কালীকে এই অমাবস্যা তিথিতে বিশেষভাবে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো করা হয়। কিন্তু রীতি মেনে গৃহে দেবী মাতার আরাধনায় ভক্তমনের কোনও ইচ্ছাই অপূর্ণ থাকে না৷

Exit mobile version