Know About The Best Time For Hair Cut According To Moon Cycle And Zodiac Signs

Hair Cut Tips: কবে, কখন চুল কাটাবেন? জানাচ্ছে জ্যোতিষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শাস্ত্র মতে চুল কাটানোর সঙ্গেও আমাদের জীবনের ভালো-মন্দ জড়িত। কোন দিন বা তিথিতে চুল কাটাতে যাচ্ছেন, আবার সে সময় চন্দ্রের অবস্থান কোন রাশিতে, কোন রাশি লগ্নের প্রভাব রয়েছে এ সবই যাচাই করা উচিত বলে পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র। এ সম্পর্কে কী বলছে জ্যোতিষ? জেনে নেওয়া যাক।

  • ভুলেও অমাবস্যা, এবং ৯, ১৫, ২৩ তারিখে চুল কাটাবেন না। এর পাশাপাশি গ্রহণের সময় চুল কাটানো উচিত নয়।
  • জ্যোতিষ মতে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে, তা হলে চুল কাটানো উচিত নয়। কারণ এর ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে আসে ও জাতক রোগাক্রান্ত হয়ে পড়তে পারে।
  • যে জাতকদের চুল রুক্ষ, শুষ্ক, ভাঙা তাঁরা ধীরগতিতে চুল বৃদ্ধি ও ভালো গুণমানের চুল পেতে হলে কর্কট বা মীনে চন্দ্রের উপস্থিতি পর্যন্ত অপেক্ষা করুন। এই দুটির মধ্যে কোনও একটি রাশিতে চাঁদ এলে চুল কাটাবেন।

আরও পড়ুন: Dhanteras 2022: সোনা-রুপো ছাড়া ভাগ্য ফেরাতে ধনতেরসে আর কী কিনতে পারেন?

  • কিন্তু ধনু রাশিতে চাঁদ থাকলে চুলের সঙ্গে কোনও পরীক্ষা-নীরিক্ষা করবেন না।
  • যে জাতকদের চুল রুক্ষ, শুষ্ক, ভাঙা তাঁরা ধীরগতিতে চুল বৃদ্ধি ও ভালো গুণমানের চুল পেতে হলে কর্কট বা মীনে চন্দ্রের উপস্থিতি পর্যন্ত অপেক্ষা করুন। এই দুটির মধ্যে কোনও একটি রাশিতে চাঁদ এলে চুল কাটাবেন।
  • কেউ যদি মজবুত চুল চায় এবং তাড়াতাড়ি চুল বড় হয়ে যায় এমন প্রত্যাশা রয়ছে যাঁদের, তাঁরা অমাবস্যার আগের বা পূর্ণিমার শেষের সাত দিনের মধ্যে চুল কাটাতে পারেন।

আরও পড়ুন: Chhath Puja wishes 2022: তৃতীয় দিনে সকলকে পাঠান ছট পূজার শুভেচ্ছা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest