Lakshmi Puja 2022: Reason behind laxmi Puja happen at night, know the important rituals

Lakshmi Puja 2022: কেন রাতেই পুজো হয় দেবী লক্ষ্মীর? আর কী কী নিয়ম মানতেই হবে ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ ‘কোজাগরী’ লক্ষ্মী পুজো। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে ধন, সম্পদ, বৈভবের দেবীর আরাধনা করে বাঙালি৷ এই পুজো কোজাগরী লক্ষ্মী পুজো। পূর্ণিমা তিথিতে রাতে লক্ষ্মী পুজোর এক অন্য তাৎপর্য আছে।কোজাগরী লক্ষ্মী পুজোয় ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ হল জেগে আছ। বিশ্বাস অনুযায়ী, দেবী লক্ষ্মী পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্ত্যে আসেন। তিনি এলে ধনসম্পদের আশীর্বাদ করেন। সন্ধ্যাতেই শুরু হয় দেবীর আরাধনা। অনেক ক্ষেত্রে রাতেও চলে দেবীর আবাহন। রাত জেগে লক্ষ্মী দেবীর এই পূজা এসেছে বিভিন্ন প্রচলিত বিশ্বাস ও লৌকিক কাহিনীকে আধার করেই।

শারদ পূর্ণিমার রাতে চাঁদের রশ্মি অমৃত বৃষ্টি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই দিন থেকে আবহাওয়ার পরিবর্তন হয় এবং শীত শুরু হয়। শারদ পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। এই রাতে, চাঁদ, তার ১৬ টি কলায় সম্পন্ন হয়ে অমৃত বর্ষণ করে। শারদীয় পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ক্ষীর রাখার রীতি রয়েছে।

মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি ৷ তাঁকেই ধনসম্পত্তিতে ভরিয়ে দেন মা লক্ষ্মী। গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক ৷ একে চিপিটক বলে৷  রীতি অনুযায়ী, পুজো শেষে সারারাত পাশা খেলতে হয় ৷

আরও পড়ুন: Mahalaya 2022 : মহালয়া কি, কেন পালন করা হয়, জানুন তার ইতিহাস?

প্রথা মেনে বহু বাড়িতেই মূর্তির বদলে দেবীর আরাধনা হয় সরায় আঁকা পটে ৷ বিশেষ রীতি মেনে, সরায় লক্ষ্মীর মূর্তি ছাড়াও আঁকতে হয় ঝাঁপি, আয়না, চিরুনির ছবি৷

কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে মনে রাখুন  :

  • গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷
  • শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷
  • ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷
  •  পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷
  •  রাত জেগে পাশা খেলা এই পুজোর রীতি।
  • যে ঘরে আলো জলে সেখানেই মা লক্ষ্মী পা রাখেন বলেই বিশ্বাস।
  • যাঁরা আজ পুজো করছেন, তাঁরা খেয়াল রাখুন আতপ চাল অবশ্যই কিনবেন।
  • মা লক্ষ্মীর ঘটের সামনে কড়ি রেখে পুজো করবেন।
  • দোরে দোরে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেবেন অবশ্যই। আল্পনায় আঁকা হবে লক্ষ্মীর পদচিহ্ন।
  • লক্ষ্মী দেবীর ১০৮ নাম জপ করুন অবশ্যই শুভফল পাবেন
  • কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পাঁচালি পড়তেই হবে।

আরও পড়ুন: Laxmi Puja 2022: এই ৫ কাজ করলে বাড়িতে অর্থের সমাগম হবে বছরভর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest