Site icon The News Nest

Maha Shivratri 2023 : আজ মহা শিবরাত্রি, জানুন শিব পুজোর শুভ মুহুৰ্ত, মন্ত্ৰ, নিয়ম

mahashivratri 625x300 01 March 22

হিন্দু ধর্মে মহাশিবরাত্রি উৎসবকে বিশেষ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে, মহাশিবরাত্রির দিন শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও পার্বতীর পুজো করা হয়। বছরে ১২টি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই বছর মহাশিবরাত্রি উৎসব আজ ১৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে।

পুরাণ মতে, শিবরাত্রির (Maha Shivratri 2023) দিন শিবকে (Shiv) স্বপ্নে পেয়েছিলেন পার্বতী (Parvati)। আবার কোথাও উল্লেখ রয়েছে এদিনেই নাকি পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাদেবের। শিবরাত্রি উপলক্ষ্যে কোথাও কোথাও তিন দিন আগে থেকে শুরু হয় মন্দিরের সাজসজ্জা। পার্বতী এবং শিবের মূর্তিকে বর কনে সাজিয়ে ঘরে-ঘরে ঘোরানো হয়, মহাশিবরাত্রির দিন ওদের বিয়েও দেওয়া হয়।

মহাশিবরাত্রিতে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে উপবাসের ব্রত নিন। এর পরে শিব মন্দিরে যান এবং ভগবান শিবের পূজা করুন। আখের রস, কাঁচা দুধ বা খাঁটি ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক। তারপর মহাদেবকে বেলপত্র, ভাং, ধতুরা, জায়ফল, কমলগট্ট, ফল, ফুল, মিষ্টি, মিষ্টি পান, সুগন্ধি ইত্যাদি নিবেদন করুন। এরপর সেখানে দাঁড়িয়ে শিব চালিসা পাঠ করুন এবং শিব আরতি গান। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমঃ শিবায় রুদ্রায় শম্ভবায় ভবানীপাতায় নমো নমঃ মন্ত্রগুলি জপ করুন। মহাশিবরাত্রির দিনেও রাত জাগরণ করা হয়।

মহাশিবরাত্রির শুভ সময় 

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ শনিবার মহা শিবরাত্রি

নিশিতা কাল পূজার সময় – রাত ১১.৫২  থেকে ১২.৪২

রাতের প্রথম প্রহর পুজোর সময় -সন্ধে ৬.৪০ থেকে ৯.৪৬ পর্যন্ত

রাতের দ্বিতীয় প্রহর পুজোর সময় – ৯:৪৬ থেকে ১২:৫২

রাতের তৃতীয় প্রহর পুজোর সময় – ১৯ ফেব্রুয়ারি, দুপুর ১২.৫২  থেকে 0৩.৫৯ পর্যন্ত

রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় – ১৯ ফেব্রুয়ারি, ভোর ৩:৫৯ থেকে সকাল ৭:০৫।

মহাশিবরাত্রি পালনের সময় – ১৯ ফেব্রুয়ারি, সকাল ৬.৫৬ থেকে বিকাল ৩.২৪ পর্যন্ত

মহাশিবরাত্রির শুভ যোগ 

অভিজিৎ মূহুর্ত – ১২.১২ থেকে ১২.৫৭ বিকাল

গোধূলি মূহুর্ত – সন্ধ্যা ০৬.১০ থেকে ০৬.৩৬ পর্যন্ত

সর্বার্থ সিদ্ধি যোগ – ১৮ ফেব্রুয়ারি, ০৫:৪২ সন্ধ্যা থেকে ১৯ ফেব্রুয়ারি, 0৬:৫৬ সকাল পর্যন্ত

বিজয় মুহুর্ত – ১৮ ফেব্রুয়ারি, দুপুর 0২:২৭  থেকে 0৩:১৩ পর্যন্ত

 

Exit mobile version