Many things that can be said about you is by looking at your nails

জ্যোতিষ কথা : শুধুমাত্র নখ দেখে গড়গড় করে বলে দেওয়া যায় আপনার সম্বন্ধে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিভিন্ন গ্রহ থেকে মানব শরীরে রশ্মির আগমন হয় নখেরই মাধ্যমে। নখ বিভিন্ন ধরনের হয়। প্রত্যেক ধরনের নখ মানুষের বিভিন্ন শুভ অশুভ বৈশিষ্ট নির্দেশ করে।

ছোট বা বড় বিভিন্ন ধরনের নখ দেখা যায়। ছোট নখ সাধারণত অসম্পূর্ণতা নির্দেশ করে। ছোট নখ উন্নত মানসিকতা নির্দেশ করে না। ছোট নখ যদি বিবর্ণ হয় তা সাধারণত শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। মিথ্যা এই জাতকদের সঙ্গী হয়।

দেখুন নখ কী বলে

  • ছোট নখ যদি আয়তকার হয়, জ্যোতিষমতে তা হৃদযন্ত্রের অস্বাভাবিকতা নির্দেশ করে। অনেক ক্ষেত্রে জাতকের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
  • ছোট নখ প্রশস্ত হলে তা দ্বন্দ্ব নির্দেশ করে। ঝগড়া বিবাদে এই ধরনের মানুষ পারদর্শী। পরনিন্দা, অন্যের বিষয়ে হস্তক্ষেপ, এই ধরনের নখ বিশিষ্ট  মানুষের চারিত্রিক বৈশিষ্ট। শক্ত এবং সঙ্কীর্ণ বা সরু নখ বিশিষ্ট মানুষের মনে যা আসে তাই করেন। এঁরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। কারও পরামর্শ সে ভাবে গ্রহণ করেন না।
  • বর্গাকার নখ বিশিষ্ট মানুষ সাধারণত অসুস্থ প্রকৃতির হন। ভীরু, ভিতু এবং অন্যের বশীভূত হন।
  • ছোট নখ ত্রিকোণ আকারের হলে (উপরের দিক প্রশস্ত নীচের দিক সঙ্কীর্ণ) জাতক সাধারণত অলস হন। এঁরা সামাজিকতা এড়িয়ে যান, একাকিত্ব পছন্দ করেন।

আরও পড়ুন : জ্যোতিষ বিশ্বাস : মেয়েদের পা দেখেও কি এত কথা বলে দেওয়া সম্ভব ?

  • দৈর্ঘ্য-প্রস্থের সমতা বা ভারসাম্য আছে এরূপ নখ বিশিষ্ট মানুষ সাধারণত অল্পে রেগে গেলেও নিজেদের সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। এঁরা যে কাজে হাত দেন তা ভাল ভাবে শেষ করেন।
  • গোলাকার নখের জাতক শীঘ্র এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম।
  • সরু লম্বা নখের জাতক সাধারণত শারীরিক ভাবে দুর্বল হন। অস্থির মানসিকতার লক্ষণ দেখা যায় এঁদের মধ্যে।
  • আদর্শ নখ সাধারণত চওড়া এবং সামান্য বেশি লম্বা। সুন্দর দেখতে নখে দীপ্তি বা পালিশ থাকে। এই ধরনের নখ বিশিষ্ট মানুষ উচ্চ মানসিক ক্ষমতা বিশিষ্ট হন। এঁদের উন্নতি করার মানসিকতা থাকে। এঁরা সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেন।

আরও পড়ুন : জ্যোতিষ কথা : নিজের হাত নিজে দেখেই জানতে পারবেন কখন ঘরে আসবে অনেক টাকা, জানুন পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest