Nowruz 2022: Google Doodle Marks The Beginning Of Persian New Year - Know All About It

Google Doodle: রঙিন ফুল, সবুজ পল্লব, গুঞ্জনরত মৌমাছি- রইল নওরোজ উৎসবের ইতিবৃত্তান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গুগল ইদানীং অত্যন্ত যত্নের সঙ্গে তার বহুত্ববাদিতার নানা উজ্জ্বল চিহ্ন রেখে চলেছে। রবিবার গুগল সাজল রঙিন ফুল, সবুজ পল্লব, গুঞ্জনরত মৌমাছিতে। কেন আঁকল? আঁকল নওরোজ উৎসবকে মনে রেখে। পারসী নববর্ষকে উদযাপন করল তারা।

‘নওরোজ’ শব্দটি ফার্সি। ‘নও’ শব্দের অর্থ ‘নব’ বা ‘নতুন’ এবং ‘রোজ’ শব্দের অর্থ ‘দিন’। নওরোজ ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন। এটি উদ্‌যাপিত হয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গণনার দ্বারা নির্ণীত মহাবিষুবের দিনে, যা সাধারণত ২১ মার্চ বা তার পূর্বাপর দিনে ঘটে। যেদিন সূর্যকিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে এসে পড়ে ও দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটিকে প্রতিবছর জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে নির্ণয় করে সমস্ত ইরানি পরিবার একত্রিত হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে।

আরও পড়ুন: Vastu Tips: শোওয়ার ঘরে লাল রং আপনার সংসারে অশান্তির কারণ! জানুন কোন রং ব্যবহার করা উচিত

ইরানী পুরাণে নওরোজের বিভিন্ন কাহিনী আছে। পারসীরা বিশেষ উৎসাহের সঙ্গে পালন করে থাকেন নববর্ষ। বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের সঙ্গে মিষ্টি বিনিময় করে থাকেন তারা। এমনকী, হার্ব রাইস (Herb Rice) ও মাছ ভাজা খাওয়ার একটা রীতি আছে সেখানে। সূর্য বিষুব রেখা অতিক্রম করলে ১৩ দিন ধরে সেখানে পালিত হয় উৎসব। এই সময় বাড়ি পরিষ্কার করা, আত্মীয়দের সঙ্গে সাক্ষাত করার চল দেখা যায়। এই বছরের নওরোজ ২০ মার্চ, ২০২২ পালিত হচ্ছে। নওরোজ হল প্রাচীনতম ছুটির দিনগুলোর মধ্যে একটি।

ইরানের গোলাপ খুব বিখ্যাত। ইরানের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ইরানের সঙ্গীত ও কাব্যও সারা বিশ্বের রসিকজনের নজর কেড়েছে। সেই ইরানের নববর্ষ একটা আলাদা আবেদন তৈরি করে। সেই বিষয়টিকে মাথায় রেখেই আজ সকাল থেকে গুগল সেজেছে রকমারি ফুলে। রয়েছে রঙ-বেরঙের ফুল, রয়েছে গিটার ও মৌমাছি। গুগলের এই চমক মন কেড়েছে সকলের। আর সেই ফুলে ক্লিক করলেই মিলছে নববর্ষের শুভেচ্ছা।

আরও পড়ুন: World Sparrow Day 2022: বানিয়েছেন ২.৫ লক্ষ পাখির বাসা, চিনে নিন ভারতের ‘নেস্ট ম্যান’কে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest