Prosperity and good fortune will come in life! Know the date of Ganesh Chaturthi - auspicious moment

Ganesh Chaturthi 2021: জীবনে আসবে সমৃদ্ধি ও সৌভাগ্যে! জানুন গণেশ চতুর্থীর তারিখ- শুভ মুহূর্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সনাতন ধর্মে ভগবান গণেশের (Ganesh) গুরুত্ব অনেক। সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ (Ganesh Mantra) করেই। শিব (Lord Shiva) ও পার্বতী (Parvati) পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে সাধারণত পালিত হয় এই উৎসব।

গণেশ চতুর্থী ২০২১ দিনক্ষণ (Ganesh Chaturthi 2021 Date & Time)

* এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১০ সেপ্টেম্বর, শুক্রবার।

* ৯ সেপ্টেম্বর রাত ২.২৫ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২.২২ মিনিট পর্যন্ত থাকবে চতুর্থী তিথি।

* মধ্যাহ্ন গণেশ পুজোর শুভ মুহূর্ত –  ১০ সেপ্টেম্বর সকাল ১১.০৩ মিনিট থেকে দুপুর ১.৩৩ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: ভাইয়ের হাতে রাখি পরানোর কোন সময় শুভ জানেন কি ?

গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi Puja)

প্রায় দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। এগারোতম দিনে গণেশ মূর্তির নিরঞ্জন করা হয়। পুজোর এই শেষ দিনকে বলা হয় ‘অনন্ত চতুর্দশী’।

গণেশ চতুর্থী উদযাপন (Ganesh Chaturthi Celebrations)

গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে চলে উৎযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন, পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড়। এছাড়াও গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ ও উদ্দীপ্নার সঙ্গে পালিত হয়। এমনকি শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করেন।  কন্নড়, তামিল, তেলেগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় চবথ এবং নেপালিতে এই উৎসবকে বলে চথা। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়।

আগে মূলত ব্যবসায়ীরা গণেশ চতুর্থী পালন করতেন। তবে বর্তমানে বেশিরভাগ বাড়িতেও আয়োজন করা হয় গণেশ বন্দনার। বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ -শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়।

আরও পড়ুন: এবারের কৌশিকী অমাবস্যা কবে, কখন, জেনে নিন কালী পুজোর বিধি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest