জেনে নিন কার্ল মার্কসের ঐতিহাসিক বাণী

লেখক ইতিহাসের কোনো আন্দোলনকে হয়তো খুব ভালোভাবে বলতে পারবে ঠিকই কিন্তু নিশ্চিত ভাবে সে সেটাকে তৈরী করতে পারবেনা|
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest
  • ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে | প্রথমে মর্মান্তিক ঘটনার দ্বারা আর দ্বিতীয় একটা রসিকতার দ্বারা|
  • যত অধিক; শ্রমের বিভাজন আর যন্ত্রপাতির ব্যবহার বাড়তে থাকবে, ততই শ্রমিকদের মধ্যে প্রতিযোগীতা আরো বাড়বে এবং তাদের বেতনও অনেক কমে যাবে|
  • ধর্ম দীন দরিদ্র প্রানীদের কাছে একটি দুঃখ, নিষ্ঠুর বিশ্বের কাছে হয় হৃদয় আর নিষ্প্রাণ পরিস্থিতির কাছে প্রাণ হয়|
  • সামাজিক প্রগতি, সমাজে মহিলাদের অবস্থানের মাধ্যমে মাপা যেতে পারে|
  • বিশ্বের শ্রমিকরা একত্রিত হও, তোমাদের কাছে হারানোর মতো কিছুই নেই শুধুমাত্র নিজেদের বাঁধন ছাড়া|
  • শান্তির অর্থ সাম্যবাদের বিরোধীতা করা নয়|

আরও পড়ুন: সাত সকালে ভয়াবহ ভূমিকম্প অসম- উত্তরবঙ্গে! কেঁপে উঠল কলকাতার মাটিও

  • আমাদের এটা কখনোই বলা উচিত নয় যে, একটা মানুষের এক ঘন্টার মূল্য অন্য আরেকজন মানুষের এক ঘন্টার মূল্যের সমতুল্য | বরং আমাদের এটা বলা উচিত যে, ওই এক ঘন্টা সময়ের মধ্যে একটা মানুষ ঠিক ততটাই দামী যতটা অন্য বাকি মানুষরাও |
  • ইতিহাস কিছুই করেনা | তার কাছে অপার ধন-সম্পত্তি বলে কিছুই থাকেনা বা সে কখনই অন্যদের সাথে যুদ্ধ করেনা, এইসব তো বাস্তবে মানুষেরা করে|
  • মানসিক ব্যথার একমাত্র প্রতিষেধক শারীরিক ব্যথা|
  • প্রকৃতির নিয়মের ওপরে ওঠা একেবারেই অসম্ভব, যেটা ঐতিহাসিক পরিস্থিতিতে বদল হতে পারে | সেটা শুধুমাত্র এমন একটা রূপ, যার মধ্যে সেই নিয়ম তখনও কার্যকর থাকে|
  • যেকোনো মানুষ যে ইতিহাস সম্বন্ধে সামান্যটুকু জানে, সে নিশ্চই এটা বোঝে যে, মহান সমাজের পরিবর্তন কখনই মহিলাদের প্রগতি ছাড়া সম্ভব নয় | সামাজিক প্রগতি, মহিলাদের সামাজিক অবস্থানের উপর নির্ভর করে |
  • প্রয়োজন ততক্ষণ অন্ধ থাকে যতক্ষণ না সেটার এটা জ্ঞান হয় যে, স্বাধীনতাই হলো প্রয়োজনের চেতনা|
  • যন্ত্র চালিত মেশিন অনেক অসল মানুষদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই |
  • ব্যবহার অযোগ্য বস্তুর কখনই মূল্য হতে পারেনা |
  • ধনী মানুষরা দরিদ্রদের জন্য অনেক কিছুই করতে পারেন, কিন্তু তাদের ওপর থেকে তারা কখনই সরতে পারেননা|
  • সাম্যবাদের সিদ্ধান্তকে একটি বাক্যেই প্রকাশ করা যেতে পারে – সমস্ত নিজেস্ব সম্পত্তিকে বাতিল করে দেওয়া হোক|
  • অভিজ্ঞতা সর্বদাই সবথেকে ভালো মানুষদের প্রশংসা করে, যারা সবচেয়ে বেশি অন্যদের খুশি করে তুলেছে|
  • সময়ই সবকিছু, মানুষ কিছু নয়|
  • সম্ভবত এটা বলা যায় যে, মেশিন চালিত যন্ত্রপাতি নির্দিষ্ট শ্রমের বিরোধকে চাপা দেওয়ার জন্য পুঁজিপতিদের দ্বারা লাগানো এক-একটি হাতিয়ার|
  • গণতন্ত্রই সমাজতন্ত্রের একমাত্র পথ|
  • প্রচুর ব্যবহার যোগ্য পন্যের উৎপাদনের পরিণাম, প্রচুর বেকার লোক হয়ে থাকে|
  • আমলাতন্ত্রের জন্য, বিশ্ব কেবলমাত্র একটা ম্যানিপুলেশনের বস্তু|
  • পুঁজিবাদীরা উৎপাদনের প্রযুক্তিকে বিকাশ করে আর নানা ধরনের প্রক্রিয়াকে সম্পূর্ণ সমাজে মিশিয়ে দেয় | এইসব তারা করে সম্পত্তির মূল স্রোত, মাটি আর শ্রমিকদের সম্পূর্ণ শোষন করে|
  • পুঁজিবাদী সমাজে মূলধন সর্বদা স্বতন্ত্র ও ব্যক্তিগত | যদিও জীবিত ব্যক্তি নির্ভরশীল এবং তার কোনো ব্যক্তিস্বাতন্ত্র্য নেই|
  • মূলধন, শ্রমিকের স্বাস্থ্য ও তার দীর্ঘ জীবনকে ততক্ষন অবধি অবহেলা করে যতক্ষন না সেটার উপর সমাজের কোনো চাপ থাকে|
  • উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে |
  • বিপ্লব ইতিহাসের ইঞ্জিন|
  • বাঁচতে আর লিখতে হলে, লেখককে সর্বদা অর্থ উপার্জন করা উচিত | কিন্তু কোনো ক্ষেত্রেই তাঁর অর্থ উপার্জনের জন্য শুধু বাঁচা আর লেখা উচিত নয়|
  • একটামাত্র ভূতই ইউরোপকে ব্যস্ত করে তুলছে – সাম্যবাদের ভূত|
  • মানুষের চিন্তা তাদের শারীরিক অবস্থার সবচেয়ে প্রতক্ষ্য উত্থান হয়ে থাকে|
  • লেখক ইতিহাসের কোনো আন্দোলনকে হয়তো খুব ভালোভাবে বলতে পারবে ঠিকই কিন্তু নিশ্চিত ভাবে সে সেটাকে তৈরী করতে পারবেনা|

আরও পড়ুন:

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest