Site icon The News Nest

Rakhi Purnima 2023: এই রঙের রাখি ভুলেও কিনবেন না, বিপদ ঘনিয়ে আসবে

rakhi4

প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই উৎসবকে (Raksha Bandhan 2023 Date 30 August or 31 August) রাখি পূর্ণিমাও বলা হয়। এইদিনে, বোনেরা তাদের সমৃদ্ধির জন্য ভাইদের কব্জিতে রঙিন রাখি বাঁধে। কিছু কিছু এলাকায় এই উৎসবকে রাখরিও বলা হয়। এই দিনে বোনেরা তাদের ভাইদের রঙিন রাখি বাঁধে। সুন্দর রাখি কেনার ক্ষেত্রে বোনেরা প্রায়ই কিছু ছোটখাটো বিষয়ের দিকে নজর দেন না। রাখি উৎসবের দিনে বোনেরা ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে। বিনিময়ে, ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে। রাখি বাঁধার সময় এর রঙের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে।

আরও পড়ুন: Astro Tips: বাঁশির এই সহজ টোটকায় রাতারাতি খুলবে ভাগ্য!

১. আপনি আপনার ভাইয়ের কব্জিতে যে রাখি বাঁধছেন তাতে কোনও অশুভ চিহ্ন থাকা উচিত নয়। এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে।

২. এমন রাখি বাঁধবেন না যাতে দেব-দেবীর ছবি থাকে।

৩. রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনওভাবেই ভেঙে যাচ্ছে না তো! ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয়।

৪. ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনেরা তাঁদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান।

৫. ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না। কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয়।

আরও পড়ুন: Amogh Lila Prabhu: রামকৃষ্ণ-বিবেকানন্দকে ‘ঠাট্টা’, বিক্ষোভ আছড়ে পড়তেই নির্বাসনে পাঠানো হল ইসকন সন্ন্যাসীকে

Exit mobile version