Ramadan 2022: Reasons why fasting is not broken

Ramadan 2022: যেসব কারণে রোজা ভেঙে যায় না

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। মর্যাদাপূর্ণ ইবাদতগুলোরও অন্যতম। রোজাকে মহান আল্লাহ নিজের দিকে সম্বোধিত করেছেন। তিনি বলেন, ‘মানুষের সব আমল তার জন্য; তবে রোজা ছাড়া। কেননা তা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব।’ (সহিহ বুখারি, হাদিস ৫৯২৭) রোজার সময় সতর্ক থাকতে হয়, যেন এমন কিছু প্রকাশ না পায়— যার কারণে রোজা ভেঙে যায়। তবে কিছু কারণ রয়েছে, যেগুলোর কারণে অনেকের মনে হতে পারে— রোজা ভেঙে যায়। অথচ এগুলোর কারণে রোজা ভাঙে না।

১০টি কাজে রোজা ভঙ্গ হয় না-

১. ভুলবশত কোনো কিছু খাওয়া

২. ভুলবশত কোনো কিছু পান করা

৩. ভুলবশত স্ত্রী সহবাস করা

৪. নিদ্রায় স্বপ্নদোষ হওয়া

৫. স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করায় বীর্যস্খলন ঘটা

৬. তৈল ব্যবহার করা

৭. শিঙ্গা গ্রহণ করা

৮. সুরমা ব্যবহার করা

৯. চুমু খাওয়া

১০. অনিচ্ছায় বমি হওয়া।

আরও পড়ুন: Shab e barat 2022 : আজ পবিত্র শবেবরাত, জানুন কীভাবে এল এই শবেবরাত

অন্যত্র আরো কয়েকটির কথা উল্লেখ রয়েছে-

১১. মিসওয়াক করা। যে কোনো সময় হোক, কাঁচা হোক বা শুষ্ক।

১২. গরম বা পিপাসার কারণে গোসল কিংবা বারবার কুলি করা।

১৩. অনিচ্ছাবশত গলার মধ্যে অখাদ্য বস্তু চলে যাওয়া। যেমন ধোঁয়া, ধুলাবালি কিংবা মশা-মাছি ইত্যাদি।

১৪. মুখে থুথু আসলে গিলে ফেলা।

১৫. ইনজেকশন নেয়া।

১৬. রোজা অবস্থায় দাঁত উঠালে; শর্ত হলো কণ্ঠনালীর ভিতর রক্ত না যাওয়া।

১৭. শুধু নজরের কারণে বীর্যপাত হওয়া।

১৮. রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে কিংবা বের হলে।

১৯. সাপ ইত্যাদি দংশন করলে।

আরও পড়ুন: Ramadan 2022: সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হলে যা করবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest