Site icon The News Nest

Ramadan 2022: রোজা অবস্থায় যেসব কাজ করা উচিত নয়

jama masjid

রমজান আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এ মাসে এমন কোনো কাজ করা উচিত নয়, যা রোজার মহিমা ক্ষুণ্ন করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘যখন তোমাদের কেউ কোনো দিন রোজা অবস্থায় ভোরে উপনীত হয়, সে যেন অশ্লীল কথাবার্তা ও জাহিলি আচরণ না করে। যদি কেউ তাকে গালাগাল করে বা তার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতে উদ্যত হয় তখন সে যেন বলে, আমি রোজা পালনকারী, আমি রোজা পালনকারী। ’ (মুসলিম, হাদিস : ২৫৯৩) এ অবস্থায় রোজাদারের করণীয় হলো রোজা ও ইবাদতের বিষয়ে সতর্ক থাকা। রোজার পরিপূর্ণ হক আদায়ে কিছু বিষয় থেকে বিরত থাকা জরুরি। আর তাহল-

আরও পড়ুন: Ramadan 2022: সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হলে যা করবেন

আরও পড়ুন: Ramadan 2022: রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে কী করবেন?

 

Exit mobile version