Ramzan 2021: জেনে নিন, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, ঢাকার -সেহেরি ও ইফতারের সময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাস উপবাস ও উপাসনা। পবিত্র রমজান মাসে রোজা বা উপবাস পালন করেন সারাবিশ্বের মুসলমান ধর্মাবলম্বীরা। ১৪ এপ্রিল থেকে রমজান শুরু হয়েছে ভারতে। শেষ হবে ১৩ মে (বুধবার)। মাসের শেষে ইদ-উল-ফিতর উৎসবে মেতে উঠবেন সকলে। এই পবিত্র রমজান মাসেই পবিত্র কোরান শরিফের জ্ঞান লাভ করেছিলেন পয়গম্বর মহম্মদ।

এখানে জানুন ১৪ এপ্রিল ২০২১-এর সেহেরি এবং ইফতারের সময়—

১. কলকাতা : সেহরির সময় – ভোর ৪ টে। ইফতারের সময় – বিকেল ৫ টা ৫৭ মিনিট।

২. হাওড়া : সেহরির সময় – ভোর ৪ টে ০১ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৫টা ৫৭ টা।

৩. ডায়মন্ড হারবার : সেহরির সময় – ভোর ৪ টে ০২ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিট।

৪. মালদহ : সেহরির সময় – ভোর ৩ টে ৫৭ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা।

৫. মুর্শিদাবাদ : সেহরির সময় – ভোর ৩ টে ৫৮ মিনিট। ইফতারের সময় – বিকেল ৫ টা ৫৯ মিনিট।

আরও পড়ুন: মার্ক টোয়েনের হৃদয়স্পর্শী বাণী, যা বদলে দেবে আপনার জীবনও

৬. জলপাইগুড়ি : সেহরির সময় – ভোর ৩ টে ৫৩ মিনিট। ইফতারের সময় – বিকেল ৫ টা ৫৯ মিনিট।

৭. শিলিগুড়ি : সেহরির সময় – ভোর ৩ টে ৫৩ মিনিট। ইফতারের সময় – বিকেল ৬ টা।

৮. আগরতলা : সেহরির সময় – ভোর ৩ টে ৪৭ মিনিট। ইফতারের সময় – বিকেল ৫ টা ৪৬ মিনিট।

৯. ঢাকা : সেহরির সময় – ভোর ৪ টে ২০ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা ২২ মিনিট।

১০. লন্ডন : সেহরির সময় – ভোর ৩ টে ৫৭ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিট।

১১. দুবাই : সেহরির সময় – ভোর ৪ টে ৩৬ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট।

আরও পড়ুন: দেখে নিন গালিবের সেই অসাধারণ পঙতি, যা আপনাকে চেতনাময় করে তুলবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest