Site icon The News Nest

Holika Dahan 2023: ন্যাড়াপোড়ার দিন ভুলেও এই ৫ জিনিস নয়!

HOLIKA

হোলির একদিন আগে সারা বাংলায় পালিত হয় ন্যাড়াপোড়া (Holika Dahan 2023)। অনেকে আবার একে বুড়ির ঘর, ছোট হোলি ইত্যাদি নামেও পরিচিত। এদিন ঘর ও ঘরের চারপাশ থেকে নেতিবাচক ও অশুভ শক্তি যাতে দূর হয়, তার জন্যই হোলিকা দহনের আগে এই রীতি মেনে চলা হয়। হোলিকা দহন মানেই হল আগুনে পুড়ে সব অশুভ শক্তির বিনাস ঘটুক। গৃহে শুভ ও পবিত্র পরিবেশ যাতে তৈরি হয়, তারজন্যই এই ব্যবস্থা। তাই হোলিকা দহনের দিন, গৃহে সুখ-সমৃদ্ধি ও জীবনে সাফল্য অর্জন করতে কী কী জিনিস একেবারেই প্রবেশ করাবেন না, আগে কোনগুলি সরিয়ে দূর করবেন, তা জেনে রাখা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: Astrological Tips: জ্যোতিষশাস্ত্র মতে ভাত ফেলে দেওয়া অশুভ কেন জানেন?

আরও পড়ুন: Holi 2023 Time and Date: ৭ না ৮ তারিখ? দোল ঠিক কবে? রইল দিনক্ষণ-শুভ মুহূর্ত-তিথি

Exit mobile version