Shab E Barat 2023 Wishes: Shab-E-Barat 2023: Wishes, Greetings, Images, WhatsApp Status To Mark the Holy Night of Forgiveness

Shab E Barat 2023 Wishes: শবে বরাতের রাতে প্রিয়জনদের জানান পবিত্র রাতের শুভেচ্ছাবার্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হাদিস অনুযায়ী, আল্লাহ এই পবিত্র রাতে তাঁর বান্দাদের সব গুনাহ মাফ করে দেন। তাদের জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি দেন। পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরান তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। এই দিন অনেকেই রোজা রাখেন। এছাড়াও, অনেকে গোপনে দান খয়রাত করেন। প্রিয়জনদেরও এই রাতে শুভেচ্ছাবার্তা পাঠানোর দিন। তাদের জন্যই রইল কয়েকটি শুভেচ্ছাবার্তা।

  • এই মহান‌ রাতে, আসুন সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ। শবে বরাতের শুভেচ্ছা আপনাকে।
  • সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজ সবার সব গুণাহ আল্লাহ ক্ষমা করুক।
  • আজ শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ সবার গুণাহ মাফ করে দিক। শবে বরাত মোবারক।

আরও পড়ুন: Shab E Meraj 2023: আজ পবিত্র শবে মেরাজ, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এই রাতে ফেরেন নবী

  • পবিত্র শবে বরাতের শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারকে। আল্লাহ সদয় হোন।
  • শবে বরাত মোবারক আমার সব দোস্ত, দয়া করে আপনার দোয়ায় আমাকে মনে রাখবেন।
  • আজ শবে বরাতের দিনে আপনার ও আপনার পরিবার অনেক সুখী এমনটাই কামনা করি। শবে বরাত মোবারক!
  • এই পবিত্র রাতে আল্লাহ আপনার ও আপনার পরিবারকে আশীর্বাদ অরুক। শবে বরাত ২০২৩ মোবারক।
  • আপনি যদি নিজেকে ক্ষমা করতে পারেন, তাহলেই সবাইকে ক্ষমা করতে পারবেন। ক্ষমাই শবে বরাতের সেরা উপহার যা নিজেকে দিতে পারেন।

আরও পড়ুন: Ramadan Fasting Hours 2023 : কোথাও ১১ ঘণ্টা, আবার কোথাও ২০ ঘণ্টা! জানুন ভারত – বাংলাদেশে এই বছর কত ঘণ্টা রোজা?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest