Sing these three songs in Ganesha Pujo and pray, the key to good luck can be found

Ganesh Chaturthi 2021: গণেশ পুজোয় এই তিন গান গেয়ে আরতি করুন, মিলতে পারে সৌভাগ্যের চাবিকাঠি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। এরপর টানা এগারো দিন চলবে। ২১ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিন ভগবান গণেশকে বিদায় জানিয়ে উৎসবের সমাপ্তি হবে। এই এগারো দিন গণেশের পুজো করা হবে ভোগ-আরতি ও দূর্বাভিষেকের নিয়ম মেনে। প্রতিদিন পুজো শেষ হবে আরতির মাধ্যেম। এই প্রতিবেদনে গণপতি বাপ্পার তিন ধরনের আরতির গান নিয়ে আলোচনা করা হল।

আরতি: জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব ……

জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।

মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা

এক দন্ত দয়াবন্ত, চার ভুজাধারী

মাথে পর তিলক সোহে, মূসেক সবারি

পান চড়ে, ফুল চড়ে ওর চড়ে মবা

লডুঅন কা ভোগ লগে, সন্ত করে সেবা

জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।

মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা

অন্ধেকো আঁখ দেত, কোড়িন কো কায়া

বাঞ্ঝ কো পুত্র দেত, নির্ধন কো মায়া

সূরশ্যাম শারণ আএ সফল কীজে সেবা

মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা

জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।

মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা

জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।

মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা

মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা

আরতি: সিঁন্দুর লাল চড়ায়ো আচ্ছা গজমুখকো

সিঁন্দুর লাল চড়ায়ো আচ্ছা গজমুখকো।

দোদিল লাল বিরাজে সুত গৌরিহরকো।

হাথ লিএ গুডলড্ডু সাঁই সুরবরকো।

মহিমা কহে ন জায় লাগত হুঁ পাদকো।।

জয় জয় শ্রী গণরাজ বিধা সুখদাতা।

ধন্য তুম্হারা দর্শন দর্শন মেরা মন রমতা।।

অষ্টৌ সিদ্ধি দাসী সঙ্কটকো বেরি।

বিধ্নবিনাশন মঙ্গল মুরত অধিকারী।

কৌটিসুরজপ্রকাশ এবি ছবি তেরি।

গণ্ডস্থলমদমস্তক ঝুলে শশীবিহারী।।

জয় জয় শ্রী গণরাজ বিধা সুখদাতা।

ধন্য তুম্হারা দর্শন মেরা মন রমতা।।

ভাবভগত সে কোই শরণগত আবে।

সন্তত সম্পন্ন সবহী ভরপুর পাবে।

এসে তুম মহারাজ মোকো অতি ভাবে।

গোসাবীনন্দন নিশিদিন গুণ গাবে।।

জয় জয় শ্রী গণরাজ বিধা সুখদাতা।

ধন্য তুম্হারা দর্শন মেরা মন রমতা।।

আরতি- সুখকর্তা দুখহর্তা…

সুখকর্তা দুখহর্তা বার্তা বিঘ্নাচী।

নুরবী পুরবী প্রেম কৃপা জয়াচী।

সর্বাগী সুন্দর উটী শেন্দুরাচী।

কন্ঠী ঝড়কে মাঠ মুক্তাফন্ঠাচী।।

জয় দেব জয় দেব মঙ্গলমূর্তী।

দর্শনমাত্রে মন কামনাপুরতী।। জয় দেব…

রত্নখরিচ ফরা তুজ গৌরীকুমরা।

চন্দনাচী উটী কুমকুমকেশরা।

হিরেজড়িত মুকুট শোভতো বরা।

রুণঝুণতী নুপুরে চরণী ঘাগরীয়া।। জয় দেব…

লম্বোদর পীতাম্বর ফণীবর বন্ধনা।

সরঝ সোন্ড বক্রতুণ্ড ত্রিনয়না।

দাস রামাচা বাট পাহে সদতা।

সঙ্কষ্টি পাবাবে, নির্বাণী রক্ষবে,

সুরবরবন্দনা।। জয় দেব…

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2021: গণপতির বিশেষ আশীর্বাদ পেতে রাশি অনুযায়ী করুন মন্ত্র জপ

আরও পড়ুন: Ganesh Chaturthi 2021: বাড়িতে সহজে বানিয়ে নিন Eco-Friendly গণেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest