হিংসায় ভরা এই বিশ্বে ঠাকুরের এই বাণীগুলি আপনার বিবেবকে জাগ্রত করবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতিদিন বাড়ছে বিদ্বেষ। ধর্মের পোশাকে অধর্মের আস্ফালন বাড়ছে। বিশেষ কিছু রাজনৈতিক দল বিদ্বেষে ভর করে মানুষের মন জয় করতে চায়ছে। মিথ্যার বেসাতি চালাচ্ছে সংবাদমাধ্যম। ন্যায় বিচার পাওয়ার রাস্তা একপ্রকার বন্ধ। মানবতা একটু একটু করে পরাজিত হচ্ছে। অশ্লিলতা বিক্রি হচ্ছে খোলা বাজারে। এমন ভয়াবহ অবস্থায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী আপনাকে শান্তি দিতে পারে। দেখে নিন সেই অমর বাণীগুলির কয়েকটি।

আরও পড়ুন: একসঙ্গে অন্তঃসত্ত্বা ৬ প্রেমিকাই! নাইটক্লাবের মালিকের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল

  • “আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা, সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েতো এক জনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো”
  • তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে।”
  • “মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তি ও আছে, এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনা কে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে।”
  • ”ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক, তাই মানুষকে ইশ্বর হিসাবে সেবা কর এবং মনের ভেদ কে দূরে সরাও।”
  • “তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ।”
  • “যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন।”
  • “জানবে সত্য কথাই হল ঈশ্বরের তপস্য। সত্য কে আঁট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয় কারণ কারণ ভগবান পরম সত্য।”
  • “যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, সয়ং ইশ্বর ও আলোর পথ দেখতে পারবে না।”
  • “শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো,তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সারা দেবেন।”
  • “জীবনে একটু করে হলেও সাধু, সৎ সঙ্গ কর তবেই ঠিক পথে চলতে পারবে, এক বার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো “
  • “সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব। তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা, এই পথ বড়ই কঠিন।”

আরও পড়ুন: শুভেন্দুর খাসতালুক থেকেই জেলা সফরের শুরু করছেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest