story of mysterious hanuman temple of indore

ভারতের এই মন্দিরে উলটো ভাবে ঝুলে রয়েছেন হনুমানজী! কারণ জানলে চমকে উঠবেন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গোটা দেশজুড়ে বিভিন্ন অংশে ছড়িয়ে আছে হনুমান মন্দির (Hanuman Temple)। সেই সমস্ত মন্দির ইতিহাস চমকে দেওয়ার মতো।

তেমনই এক মন্দির রয়েছে মধ্য প্রদেশে। যেখানে পবন পুত্র হনুমানের উল্টানো মূর্তি (Ulti Statue) দেখতে পাওয়া যায়। এই মন্দিরে উল্টানো থাকা এই হনুমান মূর্তির পুজো হয়ে থাকে। কথায় আছে উল্টানো অবস্থায় থাকা হনুমাণজী কখনও তাঁর ভক্তদেরত খালি হাতে ফেরান না। আর সেই কারনে এই মন্দিরে রামভক্ত হনুমানজীর দর্শন করতে দেশের কোনা কোনা থেকে ভক্তরা ছুটে আসেন।

মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সানওয়ার গ্রাম (Sanwer Village)। আর সেখানেই উল্টে হনুমানের পুজো হয়ে থাকে। প্রচলিত রয়েছে, এই মন্দিরে তিন কিংবা পাঁচটি প্রত্যেক মঙ্গলবার গিয়ে হনুমানজীর দর্শন করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট নাকি জীবন থেকে চলে যায়। শুধু তাই নয়, হনূমানজী কখনও তাঁর ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ করে। উলটা হনুমানজীর প্রতিমাতে যদি মন থেকে ছোলা দেওয়া হলে নাকি সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।

এই মন্দিরে হনুমানজীর উল্টানো মূর্তি নিয়ে নানা কাহিনী রয়েছে। তবে ওই এলাকার মানুষের বিশ্বাস, রাম এবং রাবনের যুদ্ধের সময় রাবন তাঁর রূপ বদলে ফেলে। আর তা বদলে ফেলে ভগবান রামের (Lord Ram) সেনাবাহিনীতে ঢুকে পড়েছিল রাবণ। সবার নজর এড়িয়ে অহিরাবনের রূপ ধরে এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। রাতে যখন রাম-লক্ষন শুয়ে ছিল সেই সময়ে একেবারে ঘাড়ধরে তাঁদের দুজনকে পাতাল লোকে (Patal Lok) নিয়ে যায় ছদ্দবেশি রাবণ। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা বানর সেনা ক্ষুব্ধ হয়ে ওঠে। ভগবান রাম এবং তাঁর ভাই লক্ষ্মণকে উদ্ধার করতে পাতাল লোকে পৌঁছে যান হনুমানজি।

সেখানে ছদ্মবেশে থাকা অহিরাবনকে বধ করে হনুমান। আর রাম-লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে আসেন। কথায় আছে যেখানে এই মন্দির রয়েছে সেখান থেকেই নাকি হনুমানজি পাতাল লোকে প্রবেশ করেছিল। আর পাতাললোকে প্রবেশ করার সময়ে হনুমাণজির মাথা নীচের থেকে ছিল। আর সেই কারনে এই মন্দিরে হনুমানজির এমন উল্টানো মূর্তি স্থাপন করা হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest