বুধবার থেকে খুলছে তারাপীঠ মন্দির, মেনে চলতে হবে এই সমস্ত বিধি নিষেধ…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা রুখতে রাজ্যজুড়ে জারি হওয়া বিধি নিষেধের মাঝে ভক্তদের জন্য বন্ধ হয়েছিল দ্বার, সেই পর্ব কাটিয়ে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। সেবাইতদের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ভক্তদের কঠোর করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ মানতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তোলা যাবে না কোনও সেলফি।মায়ের বিগ্রহকে স্পর্শ করা যাবে না। এছাড়া মেনে চলতে হবে করোনা সংক্রান্ত অন্যান্য সতর্কতাও।করোনার দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়ে গিয়েছিল মা তারার মন্দির। তাছাড়া স্যানিটাইজারের ব্যবহার, মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি তো মানতে হবেই৷ এ দিন মন্দির কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়৷

আরও পড়ুন: তামিলনাডুতে তৈরি হল করোনা দেবীর মন্দির! অতিমারী থেকে বাঁচতে শুরু আরাধনা

এই সময় কেবল সেবাইতদেরই পালা করে মায়ের পুজো করার অনুমতি ছিল। তবে মন্দিরের দ্বার বন্ধ থাকলেও ভিডিও কলের মাধ্যমেই মায়ের দর্শন করছিলেন ভক্তরা। এমনকী পুণ্যার্থীদের দাবি মেনে ভিডিও কল করে তাঁদের নাম, গোত্র ধরে পুজোও দেওয়ার পদ্ধতি চালু হয়।

তারাপীঠ মন্দির কমিটির এই ঘোষণার পরই ভক্ত থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া। তারাপীঠ মন্দিরের উপরেই হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অটো, টোটো চালক, ফুল, ডালা বিক্রেতার মতো অসংখ্য মানুষের জীবিকা নির্ভরশীল৷ মন্দির বন্ধ থাকায় তাঁরাও বিপাকে পড়েছিলেন৷ মন্দির খোলার খবরে তাই তাঁদের মধ্যেও স্বস্তি ফিরেছে৷ ফলে আগের মতো না হলেও অন্তত স্থানীয় মানুষ মন্দিরে পুজো দিতে আসবেন বলে আশাবাদী মন্দিরের উপরে নির্ভরশীল ব্যবসায়ী বা অটো চালকরা৷

আরও পড়ুন: Rath Yatra 2021: বিধি মেনেই পুরীতে রথযাত্রা পালন, অংশ নিতে পারবেন না কোনও ভক্ত

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest