Tie THIS color rakhi to your brother according to your zodiac sign

Rakhi: ভাইয়ের রাশি বুঝে রাখির রং পছন্দ করুন! কেটে যাবে সমস্যা, হবে উন্নতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিন্দু ধর্মে (Hinduism) রাখি বন্ধন (Raksha Bandhan) এক পবিত্র উৎসব (Holy Festival)। ভাই ও বোনের (Siblings) অটুট বন্ধনের প্রতীক রাখি (Rakhi)। এই দিনে বোনেরা নানা আকারের ও দর্শনের রাখি কিনে ভাইয়ের হাতে পরান। জ্যোতিষমতে, ভাইয়ের রাশি অনুসারে রাখির রং পছন্দ করতে পারলে তা ভাইয়ের জন্যও যেমন শুভ হবে তেমনই ভ্রাতা ও ভগিনীর সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে! জ্যোতিষমতে রাশির উপর রঙের যথেষ্ট প্রভাব পয়েছে। সঠিক রং জীবনে উন্নতি এবং আনন্দ বয়ে আনে। প্রশ্ন হল কোন রাশির জন্য কোন রঙের রাখি পছন্দ করবেন বোনেরা?

মেষ রাশি

ভাইয়ের রাশি যদি হয় মেষ তাহলে তার জন্য লাল রঙের রাখিই হবে উপযুক্ত। লাল রং মেষের জন্য শুভ। ভাইয়ের স্বাস্থ্য হবে উন্নত।

বৃষ রাশি

সাদা বা রুপো রঙের রাখি পরান ভাইয়ের হাতে। জ্যোতিষমতে বৃষরাশির ক্ষেত্রে সাদা বা রুপো রং অত্যন্ত শুভ। এই রং ভাইয়ের কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আনবে।

মিথুন রাশি

মিথুন রাশির ভাইয়ের হাতে বাঁধুন সবুজ রঙের রাখি অথবা সুতোয় বেঁধে দিন চন্দনের টুকরো। এভাবেই ভাইয়ের উপর থেকে নেতিবাচক প্রভাব সরে যাবে। সে জীবনে ও কর্মে উন্নতি করবে।

কর্কট রাশি

কর্কট রাশির ভাইকে ক্রিম রঙের রাখি পরান। ক্রিম রঙের রাখি অথবা মুক্তোযুক্ত রাখিই হবে মিথুন রাশির ভাইয়ের জন্য উপযুক্ত। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ভাই পাবে অপার সফলতা। অন্যান্য সমস্যাও কেটে যাবে জীবন থেকে।

সিংহ রাশি

জ্যোতিষমতে সিংহরাশির ভাইয়ের হাতের জন্য স্বর্ণবর্ণ রাখিই উপযুক্ত। তবে গোলাপি এবং কমলা রঙের রাখিও পরানো যায়। এমন করলে কর্মক্ষেত্রে প্রমোশন পাবে ভাই। কর্মপ্রাপ্তিও ঘটতে পারে।

কন্যা রাশি

রুপো বর্ণের রাখি পরান কন্যারাশির ভাইকে। সাদা রঙের রাখিও পরানো যায়। সকল বিপদ থেকে রক্ষা পাবে ভাই।

আরও পড়ুন: Astro Tips: মনের মানুষের সঙ্গেই কি বিয়ে? জানুন কোন স্বপ্নে ইচ্ছাপূরণ হতে পারে

তুলা রাশি

ক্রিং বা হলুদ বর্ণের রাখিই হবে তুলা রাশির ভাইয়ের জন্য যথার্থ। ভাইয়ের সম্পদ বাড়াতে সাহায্য করবে এই রঙের রাখি। সৌভাগ্যপ্রাপ্তি ঘটবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিকরাশির ভাইয়ের হাতে বেঁধে দিন গোলাপি, লাল রঙের রাখি। ভাইয়ের নিজের উপর বিশ্বাস বাড়বে।

ধনু রাশি

হলুদ রঙের রাখি পরান। সঙ্গে বেঁধে দিন চন্দনের একটি টুকরো।

মকর রাশি

লাল রঙের রাখি পরান মকররাশির ভাইয়ের হাতে। ভাই কর্মক্ষেত্রে দ্রুত প্রমোশন পাবে। চাকরিপ্রাপ্তিও ঘটতে পারে।

কুম্ভ রাশি

সাদা কিংবা আকাশি রঙের রাখি পছন্দ করুন কুম্ভরাশির ভাইয়ের জন্য। রাখিতে থাক একটি রুদ্রাক্ষ। এই উপাচারে ভাইয়ের জীবন থেকে সব সমস্যা দূর হবে।

মীন রাশি

লাল, হলুদ কিংবা কমলা রঙের রাখি পরান মীনরাশির ভাইয়ের হাতে। এই উপাচারে ভাই জীবনে পাবে সাফল্য।

আরও পড়ুন: Jhulan Purnima: ঝুলন উৎসব কেন পালন করা হয়? জেনে নিন, এই দিনের মাহাত্ম্য

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest